জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি করতে চাই না। তবে যারা মানুষ খুন করেছে, গুম করেছে তাদের বিচার হতে হবে। এটা প্রতিশোধ নিতে নয়, মানব সমাজকে কলংক মুক্ত করতে।
তিনি বলেছেন, বিগত ১৭ বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করার পরও আমরা ধৈয্য ধারণ করেছি। আমরা দেশকে, দেশের মানুষকে ভালোবাসি। সারাদেশে কোথাও আমাদের কর্মীরা বালুমহাল, জলমহাল, হাট-বাজার, স্ট্যান্ড, ফুটপাত দখলে ঝাপিয়ে পড়েনি।
আমাদের কর্মীরা চাদাবাজি, মামলা-বাণিজ্য করছে না। কারণ তারা জানে এগুলো হারাম। আর কনে রাজনৈতিক কর্মী এসব অপকর্মের সঙ্গে জড়িত হতে পারে না।
আর যদি কেউ ভুলক্রমে যুক্ত হয়ে যান তবে শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা-সম্মান দেখিয়ে বিরত থাকুন।শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের বালুরমাঠে আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। সুনামগঞ্জ জেলা জামায়াত এই সম্মেলনের আয়োজন করে।
জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দল্লাহ ও কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিমের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিন, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রমুখ।
বাংলা৭১নিউজ/এসএইচ