শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশে আসছে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট শনিবার থেকে শীত আরও বাড়বে ‘অধিকারের প্রশ্নে কারও সঙ্গে আপস করবো না’ ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় আহত ১২ রংপুরে পূবালী ব্যাংক সিকিউরিটিজের ডিজিটাল বুথ চালু দিনাজপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ শিরীন শারমিন কোথায়, ঘরে বসে আঙুলের ছাপ দেওয়ার অভিযোগ হাসপাতাল ছেড়ে ছেলের বাসায় যেতে পারেন খালেদা জিয়া পুতিনের সাথে বসতে প্রস্তুত ট্রাম্প অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল বিশ্বব্যাংক বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’, মহড়াসহ আরও যা হবে বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন কারখানা স্থাপনে চীনকে আহ্বান সীমান্ত নিয়ে যে বার্তা দিলেন বিজিবি অধিনায়ক কিবরিয়া ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু নাইজেরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ২০ জেলে নিহত মামলা করলেন সারজিস আলম চাল-মুরগির দাম চড়া, অন্য সব আগের মতো প্রত্যেক খুনের বিচার হতে হবে: জামায়াত আমির বাংলাদেশে সংস্কারে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের সমর্থন আমি অভিনয় থেকে অবসর নিতে প্রস্তুত : রাশমিকা

উচ্চ প্রবৃদ্ধির জাল তথ্য দিত শেখ হাসিনা সরকার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির বিষয়টি ‘ভুয়া’। শেখ হাসিনার দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনাও করেছেন ড. ইউনূস।

১৫ বছরের শাসনামলে অর্থনীতি ও গার্মেন্টস শিল্পে সাফল্যের কথা শুনিয়েছেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং বাকস্বাধীনতা ও ভিন্নমতকে দমন করার গুরুতর অভিযোগ রয়েছে।

২০০৯ সাল থেকে বাংলাদেশে ক্ষমতায় থাকা শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, হত্যা, দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের তদন্ত চলছে।

গত ৫ আগস্ট তীব্র ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। হাসিনা ও তার দল অপকর্মের বিষয়টি অস্বীকার করেছে। অন্যদিকে, হাসিনাকে প্রত্যর্পণে চিঠি দিলেও বাংলাদেশ সরকারকে সাড়া দেয়নি ভারত।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইস আলপাইন রিসোর্টে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, ‘তিনি (শেখ হাসিনা) দাভোসে সবাইকে বলেছিলেন কিভাবে একটি দেশ পরিচালনা করতে হয়। কেউই তখন নিয়ে প্রশ্ন তোলেননি। এটি মোটই ভালো কথা নয়।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘এরজন্য পুরো বিশ্ব দায়ী।

এটি বিশ্বের জন্য শিক্ষা হয়ে রইল। তিনি (শেখ হাসিনা) বলেছিলেন, আমাদের প্রবৃদ্ধির হার অন্য সবাইকে ছাড়িয়ে গেছে। এটি ছিল সম্পূর্ণ জালিয়াতি।’প্রবৃদ্ধি নিয়ে শেখ হাসিনার দাবিকে জাল বললেও এটি নিয়ে বিস্তারিত বলেননি ড. ইউনূস। তবে ব্যাপক পরিসরে ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব এবং সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ সরকারের এই প্রধান।

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধির হার নিয়ে চিন্তিত নই। আমি একেবারে তৃণমূলের মানুষের জীবনমান নিয়ে চালিত। আমি এমন একটি অর্থনীতি আনতে চাই, যা সম্পদ পুঞ্জীভূত করার ধারণাকে বদলে দেবে।’

ড. ইউনূস শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি দাবি জানিয়েছেন। যাতে করে তার অপকর্মের জন্য তাকে বিচারের মুখোমুখি করা যায়।

চীনকে বাংলাদেশের দীর্ঘমেয়াদী বন্ধু হিসেবে উল্লেখ করে ইউনূস বলেন, ‘নয়াদিল্লির সঙ্গে টানাপোড়েন সম্পর্ক ব্যক্তিগতভাবে আমাকে অনেক কষ্ট দেয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক সবচেয়ে শক্তিশালী হওয়া উচিত। বাংলাদেশের মানচিত্র না এঁকে আপনি ভারতের মানচিত্র আঁকতে পারবেন না।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com