বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমার নিজ গ্রামে সুদ প্রথা চালু আছে। এই সুদ প্রথা অনেক মানুষকে নিঃস্ব করে দেয়। এই সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে।’ গতকাল বৃহস্পতিবার নিজ গ্রামে আয়োজিত এক ওয়াজ মাহফিলে এসব কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ।
তিনি আরও বলেছেন, ‘ সুদকে বন্ধ করে দিলে আপনারা সহযোগিতা করলে সামাজিক ঋণকে সহজলভ্য করা যেতে পারে। আজকে আপনারা শপথ করেন, যারা এই কাজের সঙ্গে জড়িত আছেন সবাই এসব ছেড়ে দিবেন। চাইলে সমাজে ঋণকে সহজলভ্য করা যায়।
হাসনাত আব্দুল্লাহ প্রতিনিয়ত নানা অনিয়ম ও অসঙ্গতি নিয়ে কথা বলেন। তারই ধারাবাহিকতায় তিনি নিজ গ্রামে আয়োজিত ওয়াজ মাহফিলে এসব কথা বলেছেন। ওই মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী।
যিনি ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি এসব মামলা থেকে খালাস পেয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ