জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, স্বচ্ছ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করা প্রয়োজন। আর এ প্রয়োজনীয় সংস্কারের কাজ চলতি বছরের মাঝামাঝিতে শেষ হবে না।
প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় সংসদ নির্বাচন সম্ভব-দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতাদের এমন বক্তব্যের জবাবে মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনের দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান হয়েছে। এ গণ-অভ্যুত্থানের এখনো এক বছর হয়নি। এখন যদি বলা হয় চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন করতে হবে, অর্থাৎ এক বছরের আগেই তারা যদি নির্বাচন চায়; তাহলে আমাদের মনে হয়-তাদের চোখের সামনে শুধুই ক্ষমতা।
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, যারা বছরের মাঝামাঝিতে নির্বাচন চায়, তাদের চোখের সামনে শুধু ক্ষমতা থাকার কথা ছিল না। বরং তাদের চোখের সামনে আন্দোলনের শহিদদের লাশ আর রক্ত থাকার কথা ছিল। শহিদদের পরিবার ও আহতের জন্য হাহাকার থাকার কথা ছিল। কিন্তু তাদের চোখের সামনে শুধুই ক্ষমতা।
উল্লেখ্য, সময় যত যাচ্ছে, ততই নির্বাচনের দাবিতে সরব হচ্ছে বিএনপি। চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের উদ্যোগ নিতে ইতোমধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। তাদের দাবি, নির্বাচন যত বিলম্ব হবে, ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আমরা বারবার বলছি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে করি, এ বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব। সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি-দেশের বৃহত্তর স্বার্থে এ বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি।
বাংলা৭১নিউজ/এসএইচ