শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

শেরপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩২০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির পক্ষে-বিপক্ষে শেরপুরে শুক্রবার বিকেলে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করেছে জেলা আ্ওয়ামী লীগের দুই গ্রুপ। সংবাদ সম্মেলনে অভিযোগ-পাল্টা অভিযোগ করা হয়েছে। এনিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
গত ২৮ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি শোয়েব হাসান শাকিলকে সভাপতি ও মতিউর রহমান মতিনকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটির ১২টি পদের অনুমোদন দেয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দনকুমার পাল এর সুপারিশের প্রেক্ষিতে অনুমোদিত কমিটিতে জামাত-শিবির পরিবারের সদস্য, ফেইচবুকে জাতির জনক, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও তার ছেলের প্রতি কটাক্ষকারী মতিউর রহমানকে সাধারণ সম্পাদক করার অভিযোগ এনে এ কমিটি বাতিলের দাবীতে শেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ও শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানুর সমর্থিত ছাত্রলীগের একটি গ্রুপ শেরপুরে হরতাল আহ্বান করে। এতে কেন্দ্রীয় ছাত্রলীগ ওই কমিটির কার্যক্রম স্থগিত করে এবং শেরপুরে ৫সদস্যের তদন্ত কমিটি পাঠিয়ে তদন্ত করে যায়।
Sherpur Pic-02
এ ঘটনার প্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক আজ শুক্রবার হোটেল আলীসানে এক সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের নবগঠিত সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনসহ অন্য নেতাদের বিরুদ্ধে সামাজিক গণমাধ্যম ফেসবুক ও কিছু অনলাইন সংবাদমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচারের প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ২৮ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি শোয়েব হাসান শাকিলকে সভাপতি ও মতিউর রহমান মতিনকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটির অনুমোদন দেয়। এই কমিটি অনুমোদন দেয়ার পর পরই বিএনপি জামাতের সাথে আতাতকারী একটি কুচক্রীমহল বর্তমান সরকার, আওয়ামী লীগ তথা শেরপুরকে অস্থিতিশীল করতে হরতাল আহবান করে। যদিও জনগনের মনোভাব ও প্রশাসনিক দৃঢ়তার জন্য শেষ পর্যন্ত হরতাল প্রত্যাহার করে নেয় ওই মহলটি। হরতাল থেকে সরে এসে এই মহলটি নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনের বিরুদ্ধে সামাজিকগণ মাধ্যম ফেসবুক ও কিছু অনলাইন সংবাদমাধ্যমে জামাত শিবিরের সাথে জড়িত থাকাসহ বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু করে দেয়। অথচ মতিন ও তার পরিবার আওয়ামী রাজনীতির সাথে সরাসরি জড়িত। বিগত সবকটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর পক্ষে কাজ করেছে নিরলসভাবে। আমরা জেলা আওয়ামীলীগ এ কুচক্রীমহলের এ রকম ঘৃন্য কার্যক্রমের তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে কেন্দ্রীয় ছাত্রলীগকে শাকিলকে সভাপতি ও মতিনকে সাধারণ সম্পাদক করে যে কমিটির অনুমোদন দেয়া হয়েছে তার উপর থেকে সাংগঠনিক কার্যক্রম বন্ধের স্থতিতাদেশ দ্রুততম সময়ে প্রত্যাহার করার দাবী জানাচ্ছি।
এসময় তার সাথে সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপরপরই সন্ধায় উপজেলা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, তিনি অভিযোগ করেন অছাত্র, বিএনপি-জামাত পরিবারের সদস্য ও ছাত্রদলের নেতা, জাতির পিতা এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কটাক্ষকারীদের দিয়ে গঠিত কমিটি মানি না। প্রকৃত ছাত্রলীগের কর্মী ও আওয়ামী পরিবারের সদস্যদের দিয়ে জেরা ছাত্ররীগের কমিটি গঠন করতে হবে। নচেৎ এ সংগঠনকে রক্ষা করতে আন্দোলনের ডাক দেয়া হবে। অনুষ্ঠানে আওয়ামলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com