কিশোরগঞ্জের ভৈরব থানা থেকে লুট হওয়া শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন সংলগ্ন আমলাপাড়া পুকুরপাড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় শটগানটি পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ভৈরব রেলওয়ে স্টেশন সংলগ্ন আমলাপাড়া এলাকার পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় শটগান দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে এসআই নুরুল হুদা ভূঁইয়াসহ একটি দল ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় কিশোরগঞ্জের ভৈরব থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাটের ঘটনা ঘটে। এতে গত বছরের ২০ আগস্ট অজ্ঞাতনামা ১৫ হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়।
এ বিষয়ে ভৈরব থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুল হুদা ভুঁইয়া জানান, ৫ আগস্ট থানায় অগ্নিকাণ্ড ও অস্ত্র লুটপাটের ঘটনা ঘটেছি। এই ঘটনার পর থেকে থানায় বিভিন্ন ধরনের অস্ত্র পাওয়া যায়নি।
আজ পরিত্যক্ত অবস্থায় একটি শটগান অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর অস্ত্রটির বাট নম্বর ও বডি নম্বর আমাদের থানার লুটকৃত অস্ত্রের তালিকার সঙ্গে মিল পেয়েছি। এখন অস্ত্রটি পরীক্ষা করে জানা যাবে এটি ব্যবহার হয়েছে কি না।
বাংলা৭১নিউজ/এসএইচ