বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতলেন যারা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

রবিবার রাতে অনুষ্ঠিত হয়ে গেল ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। সেখানে টেলিভিশন এবং চলচ্চিত্রের নানা বিভাগের সেরা প্রতিভাদের সম্মান জানানো হয়েছে। এই আয়োজন ছিল আনন্দে পূর্ণ। সেবাস্টিয়ান স্ট্যান, জোয়া স্যালদানা এবং হিরোইউকি সানাডাসহ অন্যান্য তারকাদের দারুণ পারফরম্যান্সের মাধ্যমে এ বছরের গোল্ডেন গ্লোবসের আসর ছিল অনেক জমজমাট।

পুরস্কারটি নিয়ে হলিউড তারকাদের এত আগ্রহ ও উন্মাদনা প্রমাণ করে, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস এখনো বিশ্বের সবচেয়ে সম্মানিত এবং আকর্ষণীয় পুরস্কার অনুষ্ঠানগুলোর একটি। এবার উৎসব উপস্থাপনা করেন নিকি গ্লেজার।

দেখে নেয়া যাক এবারের বিজয়ীদের তালিকা-

টেলিভিশনের সেরা
টেলিভিশনে মিউজিক্যাল বা কমেডি টেলিভিশন সিরিজ বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জেরেমি অ্যালেন হোয়াইট। তিনি ‘দ্য বেয়ার’ সিরিজে কার্মি চরিত্রে অভিনয়ের জন্য সেরা হয়েছেন। অন্যদিকে জিন স্মার্ট ‘হ্যাকস’ সিরিজে অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেছেন।

ড্রামা বিভাগে ‘শোগুন’ সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন হিরোইউকি সানাডা। একই সিরিজে আনা সাওই সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন।

সীমিত সিরিজে কলিন ফারেল ‘দ্য পেঙ্গুইন’ সিরিজের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। জোডি ফস্টার ‘ট্রু ডিটেকটিভ: নাইট কান্ট্রি’ সিরিজে তার পারফরম্যান্সের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেছেন।

ড্রামা বিভাগে ‘শোগুন’ সেরা টেলিভিশন সিরিজের পুরস্কার জিতেছে। মিউজিক্যাল বা কমেডি বিভাগে সেরা হয়েছে ‘হ্যাকস’। এছাড়া টেলিভিশন সীমিত সিরিজ, অ্যান্থলজি সিরিজ বা মুভি বিভাগে পুরস্কার জিতেছে ‘বেবি রেইন্ডার’। এ সিরিজে অভিনয় করে সহ অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছেন জেসিকা গানিং। আর তাদানোবু আসানো ‘শোগুন’ সিরিজে তার পারফরম্যান্সের জন্য সেরা সহ অভিনেতা পুরস্কার অর্জন করেছেন।

চলচ্চিত্রে সেরা
চলচ্চিত্রে ‘এমিলিয়া পেরেজ’ বড় জয় পেয়েছে। এটি মিউজিক্যাল বা কমেডি বিভাগে ও নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিভাগের সেরা ছবির পুরস্কার জিতেছে। সেইসঙ্গে সেরা অরিজিনাল সং বিভাগেও ‘এল মাল’র জন্য পুরস্কার জিতেছে ‘এমিলিয়া পেরেজ’।

দ্য ব্রুটালিস্ট সেরা মুভির পুরস্কার জিতেছে ড্রামা বিভাগে। একই ক্যাটাগরিতে ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন এড্রিয়ান ব্রডি এবং ফার্নান্ডা তোরেস ‘আই এম স্টিল হেয়ার’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন।

কিরিয়ান কুলকিন ‘এ রিয়েল পেইন’ সিনেমার জন্য সেরা সহ অভিনেতা পুরস্কার লাভ করেছেন। জোয়া স্যালদানা ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় তার অভিনয়ের জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।

মিউজিক্যাল বা কমেডি বিভাগে সেবাস্টিয়ান স্ট্যান ‘এ ডিফারেন্ট ম্যান’ সিনেমায় তার অভিনয়ের জন্য সেরা অভিনেতা এবং ডেমি মুর ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন। এটাই ডেমি মুরের ক্যারিয়ারে প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কার জয়।

ব্র্যাডি কোরবেট ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন এবং ‘দ্য ওয়াইল্ড রোবট’ সিনেমাটি সেরা অ্যানিমেটেড মুভি পুরস্কার পেয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com