বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অংশীজনরা কী চান তার ওপর নির্ভর করবে নির্বাচন কবে হবে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া ২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫ স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ

ভারতের সংসদে বাজেট পেশ, বাড়ল প্রতিরক্ষা ব্যয়: মিশ্র প্রতিক্রিয়া

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৯২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: ভারতের সংসদে ২০১৮-১৯ অর্থবছরের সাধারণ বাজেট পেশ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) অর্থমন্ত্রী অরুণ জেটলি কেন্দ্রীয় বাজেট পেশ করেন।

আজ বাজেট পেশ করে অরুণ জেটলি বলেন, ‘দেশের অর্থনীতির ভিত মজুত হয়েছে। ভারত অর্থনীতিতে পঞ্চম শক্তিশালী দেশ হবে।’

তিনি আজ জিএসটি (পণ্য ও পরিসেবা কর), নোট বাতিলের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সামান্য ক্ষতি হয়েছে স্বীকার করে সরকারের পক্ষ থেকে এজন্য ক্ষতিপূরণে পদক্ষেপের কথা জানান।

সীমান্ত এলাকায় নতুন সড়ক নির্মাণের কথা জানিয়ে প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির কথাও বলেন অর্থমন্ত্রী। গত বছর প্রতিরক্ষা খাতে ২.৭৪ লাখ কোটি টাকা বরাদ্দ হলেও এবার তা বাড়িয়ে ২.৯৫ লাখ কোটি টাকা করা হয়েছে। তিন বাহিনীর জন্য নতুন অস্ত্র, বিমান, যুদ্ধজাহাজ এবং অন্য সামরিক সরঞ্জাম খাতে বরাদ্দ করা হয়েছে ৯৯ হাজার ৯৪৭ কোটি টাকা।

অরুণ জেটলি অরুণাচল প্রদেশে চীন সীমান্ত এলাকায় সেলা পাসে একটি সুড়ঙ্গ  নির্মাণসহ দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ওপর জোর দিতে দু’টি প্রতিরক্ষা  ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি করার ঘোষণা দেন।

এসব ছাড়াও কৃষি ক্ষেত্র ও কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পসহ সরকারি বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে।

আজ বাজেট সম্পর্কে শাসক দল বিজেপির পক্ষ থেকে উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে। কিন্তু বিরোধীদের পক্ষ থেকে বাজেটের সমালোচনা করা হয়েছে।

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায় একে ‘অত্যন্ত ভালো ও ভারসাম্যপূর্ণ বাজেট’  বলে অভিহিত করেছেন।

পশ্চিমবঙ্গের তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেছেন, ‘এতে কোনো দৃষ্টিভঙ্গি নেই, ভবিষ্যতের চিন্তা নেই। ভারতের যে মূল সমস্যা কৃষকদের আত্মহত্যা, ব্যাংকগুলো ভেঙে পড়া, উন্নয়নের হার কমে যাওয়া প্রসঙ্গে কিছু বলা হচ্ছে না। কৃষকদের জন্য অনেক বড় বড় কথা বলা হলেও পদক্ষেপ যা নেয়া হয়েছে তা খুবই কম।’

কংগ্রেসের কেন্দ্রীয় নেত্রী রেণুকা চৌধুরী বাজেটকে ‘শূন্য’, এ থেকে কিছুই পাওয়া যায়নি ও লোকদের প্রলোভিত করতে ‘নির্বাচনি বাজেট’ বলে মন্তব্য করেছেন।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, ‘এটি জনগণের সমস্যা উপেক্ষাকারী অহংকারী সরকারের বিনাশকারী বাজেট। শেষ বাজেটেও বিজেপি দেখিয়ে দিল তারা ধনীদের পাশে আছে। মানুষ এবার জবাব দেবে।’

আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব কেন্দ্রীয় বাজেটকে ‘কৃষক বিরোধী’ বলে অভিহিত করে তাদের ঋণ মওকুফ সম্পর্কে কিছু বলা হয়নি বলে মন্তব্য করেছেন।

আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বাজেটে দিল্লির সঙ্গে বৈষম্য করা হয়েছে বলে মন্তব্য করে বলেন, আশা করেছিলাম গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্পের জন্য আর্থিক সাহায্য পাওয়া যাবে কিন্তু তা হয়নি।

বাংলা৭১নিউজ/সূত্র:পার্সটুডে/বিকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com