রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টেকনাফে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ, হেফাজতে নিয়েছে বিজিবি ৯ দফা দাবি আদায়ে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পেট্রোবাংলার চেয়ারম্যান পদে রেজানুর রহমানের যোগদান সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া : প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক স্ত্রীসহ তাপসের ৮০ কোটির সম্পদ, ৬১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন সৌদিতে ১৯ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনাও ফ্ল্যাট উপহার নিয়ে বিতর্কে ইউরোপিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থী হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড জনগণের ঐক্য আরও সংহত করে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: ড. কামাল অল্প সময়ের জন্য এসেছি, ফুটপ্রিন্ট রেখে যেতে চাই: সালেহউদ্দিন আহমেদ তারেক রহমানে দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে: সালাহউদ্দিন কোস্টগার্ডকে দেখে পালানোর চেষ্টা, আটক ৩ ‘তালাক’ না দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ভারতকে উড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া সীমান্তে নতুন ভাসমান চৌকি বসিয়েছে ভারত ‘দেশ পুনর্গঠনে ভিডিপি সদস্যদের প্রকৃত স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে হবে’ ১১ দিন পর খুলে দেওয়া হলো সচিবালয়ের আগুন লাগা ভবন প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকা ব্যয়ে দুর্নীতি : দুদকের অভিযান ভয়ঙ্কর ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, কয়েক রাজ্যে জরুরি অবস্থা

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শামীমের লড়াই, তবু খুলনার কাছে হার চট্টগ্রামের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩ বার পড়া হয়েছে

২০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৭৫ রানে নেই ৮ উইকেট। ম্যাচটা আদতে শেষ তখনই। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অবিশ্বাস্য এক লড়াই করলেন শামীম হোসেন পাটোয়ারী। ২৩ বলে হাঁকালেন ফিফটি। দলকে বাঁচানোর চেষ্টা করলেন প্রাণপনে।

পারলেন না শামীম। তার ৩৮ বলে ৭৮ রানের ইনিংসটি গেলো বিফলে। চট্টগ্রাম কিংসকে ৩৭ রানে হারালো খুলনা টাইগার্স।

নাইম ইসলাম (৯ বলে ১২), পারভেজ হোসেন ইমন (৮ বলে ১৩), উসমান খান (১৫ বলে ১৮), মোহাম্মদ মিঠুন (৭ বলে ৬), হায়দার আলিরা (২ বলে ০) একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে ক্রিজ ছাড়েন।

দলের চরম বিপদের মুখে হাল ধরেন শামীম হোসেন পাটোয়ারী। নবম উইকেটে লোয়ার অর্ডারের আলিস আল ইসলামকে নিয়ে বলতে গেলে একক লড়াইয়ে ৪৭ বলে ৭৭ রান যোগ করেন বাঁহাতি এই ব্যাটার। চট্টগ্রাম কিংসের ইতিহাসে এই উইকেটে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড।

৩৮ বলে ৭ চার আর ৫ ছক্কায় ৭৮ রান করা শামীমকে অবশেষে ১৯তম ওভারে ফেরান আবু হায়দার। ওই ওভারেই ১৬৬ রানে অলআউট হয় চট্টগ্রাম।

খুলনার পেসার আবু হায়দার রনি ৪ উইকেট পেলেও খরচ করেন ৪৪ রান।

এর আগে মাহিদুল ইসলাম অঙ্কন ইনিংসে হাঁকালেন ৬ ছক্কা। এর মধ্যে ১৭তম ওভারে পেসার শরিফুল ইসলামকেই তিনটি। ১৮ বলে ফিফটিও তুলে নিলেন। উইকেটরক্ষক এই ব্যাটারের ২২ বলে ৫৯ রানের বিধ্বংসী এক ইনিংসে ভর করেই ৪ উইকেটে ২০৩ রানের পাহাড় গড়ে খুলনা টাইগার্স।

মিরপুর শেরে বাংলায় টস জিতে খুলনা টাইগার্সকে ব্যাটিংয়ে পাঠান চিটাগং কিংস অধিনায়ক। এক পর্যায়ে ৪ উইকেটে ১১৭ রান ছিল খুলনার।

১৭ বলে ১ চার আর ৩ ছক্কায় ২৬ রান করে আউট হন নাইম শেখ। ওয়ান ডাউনে নেমে সুবিধা করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। ১৮ বলে ১৮ করে সাজঘরে ফেরেন খুলনা অধিনায়ক।

এরপর ইব্রাহিম জাদরান ৭ বলে ৬ আর আফিফ হোসেন ৭ বলে ৮ করে ফিরলে চাপে পড়ে খুলনা। সেখান থেকে উইলিয়াম বসিস্তু আর মাহিদুল অঙ্কনের ৩৫ বলে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি।

বসিস্তু ৫০ বলে ৮ চার আর ৩ ছক্কায় করেন হার না মানা ৭৫ রান। ২২ বলে ১ চার, ৬ ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন মাহিদুল।

আলিস আল ইসলাম ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন দুটি উইকেট। খালেদ আহমেদ ২ উইকেট শিকার করতে খরচ করেন ৪৫। আর শরিফুল ইসলাম ৪ ওভারে ৪৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com