শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অবশেষে কাজী নজরুলকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি একদিনে ইউক্রেনের ১২০০ সৈন্য-যুদ্ধবিমানসহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি রাশিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু মারা গেছেন বিজয়ের ব্যাটে রাজশাহীর প্রথম জয়, দ্বিতীয় হার ঢাকার বাদ মহিউদ্দিন চৌধুরী, শহীদ ওয়াসিমের নামে হলো চট্টগ্রামের উড়ালসড়ক উত্তেজনার পারদ ছড়ানো ম্যাচে মুখোমুখি রংপুর-বরিশাল প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ইপিআর নির্দেশিকা প্রণয়ন করা হবে শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : হাসনাত ১৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনবে সরকার বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি হাসপাতালে পরিবারের সবাই, অভিনেত্রী অঞ্জনা সংকটাপন্ন এক সমন্বয়কের নেতৃত্বে প্রশাসন ভবনে তালা, অবরুদ্ধ শিক্ষক-কর্মচারী আহত রাতুলকে বিজিবির সহায়তা বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা রাঙ্গামাটিতে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি, ইউপিডিএফ সদস্য নিহত বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুজিব কিল্লা নির্মাণে দুর্নীতির অনুসন্ধান দুদকের জালে ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখর ভদ্র মধুমতীর পানি বাড়ায় ভাঙনের কবলে ‘স্বপ্ন নগর’ আশ্রয়ণ প্রকল্প যশোরের মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নড়াইলের বিস্তীর্ণ ফসলের মাঠে দ্যুতি ছড়াচ্ছে হলুদের আভা

নড়াইল প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

নড়াইলের তিনটি উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠে হিমেল বাতাসে দোল খাচ্ছে হলুদ সরিষা ফুল। দূর থেকে সরিষার ক্ষেতগুলো দেখে মনে হয়, কে যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে সরিষার মাঠ। 

হলুদের আভায় ছড়িয়ে থাকা সরিষার ক্ষেতগুলো দেখতে প্রকৃতি প্রেমিরা সকাল-বিকেল ভিড় করছে ফসলের মাঠে। কৃষি প্রণোদনা পাওয়ায় এবং এ বছর বীজ বপনের সময় আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার আবাদ ভালো হয়েছে। তবে এ বছর কৃষি কর্মকর্তা ও কৃষকরা সরিষার ফলন বাম্পার হবে বলে আশা করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে এ জেলায় সরিষার চাষ বেড়েছে। জেলায় এবছর তিনটি উপজেলায় ১৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। তবে বিগত বছরের তুলনায় এবার ৪৬২ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ বেড়েছে।

গত বছর সরিষার আবাদ হয়েছিল ১২ হাজার ৮৮৮ হেক্টর জমিতে। চলতি মৌসুমে উপজেলাওয়ারী সরিষার চাষ হয়েছে, নড়াইল সদর উপজেলায় ৪ হাজার ৪৩০ হেক্টর জমিতে, লোহাগড়া উপজেলায় ৫ হাজার ৩৬০ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ৩ হাজার ৫৬০ হেক্টর জমিতে। 

নড়াইল জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার বলেন, “এবছর ১৭ হাজার ৯৯৩ মেট্রিক টন সরিষা উৎপাদনের সম্ভাবনা রয়েছে।” 

লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামের সরিষা চাষী শাহিদুল ইসলাম বলেন, “গত বছর ভালো দাম পাওয়ায় এবং কৃষি বিভাগ সরিষা চাষে প্রণোদনা দেওয়ায় আমি এবছর তিন একর জমিতে সরিষা চাষ করেছি। আশা করছি এবারও ভালো ফলন ও ভালো দাম পাবো।”

নড়াইল সদর উপজেলার কলোড়া গ্রামের কৃষক নাজমুল মোল্যা বলেন, “সরিষা চাষে একর প্রতি খরচ হয় ৪ থেকে ৫ হাজার টাকা। ফলন হয়ে থাকে ৭-৮ মণ। প্রতি মণ সরিষার বাজার দর ৪ হাজার ২শ টাকা থেকে ৪ হাজার ৫শ টাকা।” 

তিনি আরও বলেন, “গত বছর সরিষা চাষে আশানুরূপ লাভ হওয়ায় এবার তিন একর জমিতে সরিষার চাষ করেছি। মাঠে সরিষা ভালো দেখা যাচ্ছে, ফলন ও ভালো হবে।” 

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা সরিষা প্রশিক্ষণ অফিসার সৌমিত্র সরকার বলেন, “মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা সরিষা চাষিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। উন্নত জাতের সরিষার চাষ ও আবাদ বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সরিষা ৩ থেকে সাড়ে ৩ মাস মেয়াদি ফসল। বর্তমানে সরিষা চাষ কৃষকের লাভজনক ফসলে পরিণত হয়েছে। সরিষা চাষ একদিকে যেমন মাটির উর্বরতা বাড়ায়, অন্যদিকে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com