শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮
  • ১৩৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ভবঘুরে শিশুরা মাদক সেবন করে বলে জানিয়েছেন জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশীদ। তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এদের পুণর্বাসন করার দাবি জানান।

আজ রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় ঢাকার বিভিন্ন মাদক স্পটের চিত্রও তুলে ধরেন কাজী ফিরোজ রশীদ। এসময় সংসদে উপস্থিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীনীর মাদক স্পটগুলোর ঠিকানা লিখে নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি ভবঘুরে শিশুদের পুর্ণবাসনের ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন।

আলোচনায় স্পিকারের উদ্দেশ্যে কাজী ফিরোজ রশীদ বলেন, ‘ঢাকার বিভিন্ন জায়গায় মাদকের ছড়াছড়ি। এরমধ্যে রমনায় ৭৪টি, লালবাগে ৯০টি, ওয়ারলেসে ১৫০টি, মিরপুরে ১২৫টি গুলশানে ১১২টি, উত্তরায় ৬৮টি, মতিঝিলে ১২২টি এবং তেজগাঁওয়ে শতাধিক স্পট রয়েছে। এসব এলাকায় দিনের বেলা গেলে দেখা যায়, অনেক শিশু বিভিন্ন পন্থায় মাদক গ্রহণ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, জুতার একটা বিশেষ কষ। এটা পলিথিনের মধ্যে নিয়ে শিশুরা নেশা করে।

ক্ষুধার যন্ত্রনায় এরা এসব করে জানিয়ে তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় যদি ঢাকা থেকে হাজার খানেক এমন শিশুকে রাস্তা থেকে তুলে নিয়ে আনসার ভিডিপিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দেখভালের জন্য দেন তাহলে এদের ভবিষ্যতও ভাল হবে, অপরদিকে শহরের অনাকাঙ্কিত পরিস্থিতিও দূর হবে, শহর পরিষ্কার থাকবে। কারণ, এরাই ছিনতাই করে, শহর অপরিস্কার করে। এদের কারণে রাস্তায় চলা দায়।

আপনি যদি হাইকোর্ট মাজার বা গুলিস্তানের গোলাপশাহর মাজারে কিংবা কমলাপুর স্টেশনে যান তাহলে দেখবেন, হাজার হাজার শিশুসহ অন্যদের পাবেন। এদের দেখবে কে। এরা তো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। কাউকে না কাউকে দেখতে তো হবে।

পল্লী অঞ্চলেও এখন মাদকের ছড়াছড়ি জানিয়ে স্পিকারের উদ্দেশ্যে সাবেক এই মন্ত্রী বলেন, গ্রাম থেকে গ্রামান্তরে এখন ইয়াবা পাওয়া যায়। এই মাদক এতটা সহজলভ্য হয়ে গেছে। এই জন্য বার বার আপনি আমাকে নোটিশ দিতে বলেন। নোটিশ দিলে কী হবে। এখানে সবাই তো শুনে, ব্যবস্থা তো নিতে হবে। মাদক নিয়ন্ত্রণ অধিদফতর আছে তারা যদি ব্যবস্থা না নেয় তাহলে কে নেবে।

ফিরোজ রশীদের এই বক্তব্যের মাঝেই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাৎক্ষনিকভাবে কোথায় কোথায় এসব হয় তাকে আবার উল্লেখ করতে বলেন। তখন ফিরোজ রশীদ বলেন, হাইকোর্ট, কমলাপুর রেল স্টেশন, নয়া পল্টন এসব এলাকায় গেলে এই মুহুর্তে (গতকাল সন্ধ্যায় সাতটায়) কমপক্ষে ৫০০ মাদকসেবী পাওয়া যাবে। এছাড়া গুলিস্তানের পার্কেও এসব লোকজন পাওয়া যাবে। পার্কটির এখন উন্নয়ন কাজ চলছে।

এরপর সংসদ নেতা ফ্লোর নিয়ে বলেন, ‘সংসদ সদস্য যেসব বিষয় বলেছেন সেগুলো আমি নোট নিয়ে রেখেছি। আজকেই অভিযান চালবে। কারণ আমরা চাইনা এসব ঘটুক। আমাদের সংসদ সদস্য যারা আছেন তাদেরকেও এলাকার দিকে একটু বিশেষ নজর দিতে হবে। যেখানে অভিভাবক আছেন সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। যারা ভবঘুরে আছে তাদের বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পদক্ষেপ আছে, তাদেরকে মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়ে যাওয়া হয়। এ ক্ষেত্রে সমস্যা হচ্ছে, দালাল শ্রেণির লোক থাকে যারা এসব বাচ্চাদের নিয়ন্ত্রণ করে। এরা অনেকটা ছড়িয়ে পড়েছিল। কিন্তু আমরা পদক্ষেপ নিয়ে নিয়ন্ত্রণ করেছি।’

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com