বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতারা। এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের কুশপুতুল দাহ করেন তারা।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে মিরপুর সড়ক অবরোধ করে পদবঞ্চিত নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন।
পদবঞ্চিত নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে ‘রাকিব নাছিরের কমিটি, মানি না মানবো না’, ‘রাকিব নাছিরের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ছাত্রলীগের কমিটি, মানিনা মানবো না’, ‘আমাদের ক্যাম্পাসে, আমরাই থাকবো’, ‘ভাই মানার কমিটিরা, হুঁশিয়ার সাবধান’, ‘ছাত্রলীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘নতুন এই কমিটি, মানি না মানবো না’, ‘অবৈধ কমিটি, মানি না মানবো না’, ‘ককটেল মেরে আন্দোলন, বন্ধ করা যাবে না’ স্লোগান দিতে থাকেন।
পদবঞ্চিত ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, আমি ঢাকা কলেজ ভর্তির পর থেকে ছাত্রদল করি। ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। এ পর্যন্ত যত প্রোগ্রাম ছিল সব প্রোগ্রামে অংশগ্রহণ করেছি।
২০১৭ সালে যে কমিটি হয়েছিল সেখানে সদস্য ছিলাম এবং তার পরের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। গত ২৮ অক্টোবরের পরে আমার জীবন বাজী রেখে রাজপথে ছিলাম। রাজপথে থাকার পরে দলীয় যে নির্দেশনা দিয়েছে সব যথাযথভাবে পালন করেছি ।
জুলাই গণঅভ্যুত্থানে তারেক রহমানের নির্দেশে সাধারণ ছাত্রদের পাশে থেকে আমরা সাইন্সল্যাব, ঝিগাতলা ও ঢাকা কলেজ এলাকায় আন্দোলন চালিয়ে যাই। আর এখন দলের একটি খারাপ চক্রদের নিয়ে গতকালকে একটি কমিটি হয়েছে। ৩৬ জনের এ কমিটিতে ৪-৫ জন ছাত্রলীগের কর্মীও আছে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা সাইন্সল্যাবে আমাদের ওপর হামলা করেছে তারাই আজ ছাত্রদলের কমিটিতে এসেছে। আর আমরা যারা সাধারণ ছাত্রদের পাশে ছিলাম, আন্দোলনে সক্রিয় ছিলাম তারা পদবঞ্চিত। আমরা বলতে চাই, আপনারা যে কমিটি দিয়েছেন সেখানে বিচক্ষণতার দরকার ছিল। তাই আমরা যারা রাজপথে ছিলাম তারা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।
এসময় উপস্থিত ছিলেন— ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তাজবিউল, সহ-সভাপতি আবির ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
এর আগে, গতকাল বিকেলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে ছাত্রদল, ঢাকা কলেজ শাখার ৩৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে কলেজের বাংলা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পিয়াল হাসানকে আহ্বায়ক এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. মিল্লাদ হোসেনসকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যও এতে নির্দেশে দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ