বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত ডিআরইউর সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় নিন্দা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করলো পূবালী ব্যাংক কলকাতার কারাগার থেকে মুক্তি পেয়েছেন পি কে হালদার নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গা মুফতি-ওলামাদের সমাবেশ ভিডিও: কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ৪০ উপকূলীয় মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়? ইসলামী ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেও আবেদনের সুযোগ

লিভারপুল ছুটছে, ডুবছে সিটি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০ বার পড়া হয়েছে

ইউরোপের শীর্ষ চার লিগ মিলিয়ে গত মৌসুমের সেরা চমক ছিল বেয়ার লেভারকুসেন। বায়ার্ন মিউনিখের একাধিপত্য খর্ব করে বুন্দেসলিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ে দলটি। মৌসুমে লেভারকুসেনের মতো চমকের পসরা সাজিয়ে বসেছে আতালান্তা। প্রতিষ্ঠিত সব পরাশক্তিকে পেছনে ফেলে ইতালির সেরি-এ লিগের শীর্ষে উঠে এসেছে তারা।

ওদিকে লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আধিপত্য খর্ব করে চূড়ায় আতলেতিকো মাদ্রিদ। বুন্দেসলিগায় রাজত্ব পুনরুদ্ধারের পথে বায়ার্ন মিউনিখ। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। অবিশ্বাস্য পতনে ম্যানসিটির শিরোপা ধরে রাখার আশা কার্যত শেষ।

প্রিমিয়ার লিগ ছাড়া বাকি সব লিগে এ বছর আর কোনো ম্যাচ নেই। শুরু হয়ে গেছে বড়দিনের ছুটি। প্রিমিয়ার লিগে খেলা চললেও পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিভারপুলের বছর শেষ করা একরকম নিশ্চিত। দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে এক ম্যাচ কম খেলে শিরোপা রেসে চার পয়েন্টে এগিয়ে অলরেডরা। ১৫ গোল করে লিগের টপ স্কোরার লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

গত পরশু রাতে টটেনহামের বিপক্ষে লিভারপুলের ৬-৩ ব্যবধানের জয়ে সালাহ করেছেন জোড়া গোল। ১৩ গোল নিয়ে আর্লিং হলান্ড দ্বিতীয় স্থানে থাকলেও শেষ আট ম্যাচের ছয়টিতে হেরে পয়েন্ট টেবিলের সাতে নেমে গেছে তার দল ম্যানসিটি।

সেরি-এ লিগে টানা ১১ ম্যাচ জিতে শীর্ষে থেকে বছর শেষ করেছে আতালান্তা। রোববার এম্পেলিকে ৩-২ গোলে হারিয়ে তারা টপকে গেছে নাপোলিকে। বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান তিনে। লিগের শীর্ষ তিন গোলদাতার দুজনই আতালান্তার। মাতেও রেতেগুই ১২ ও আদেমোলা লুকমান করেছেন নয় গোল।

লা লিগায় রবার্ট লেওয়ানডোস্কি সর্বোচ্চ ১৬ গোল করলেও শেষ ছয় ম্যাচের পাঁচটিতে পয়েন্ট হারিয়ে চূড়া থেকে তিনে নেমে গেছে তার দল বার্সেলোনা। রোববার সেভিয়াকে ৪-২ গোলে হারিয়ে দুইয়ে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সবমিলিয়ে টানা ১২ ম্যাচ জিতে শীর্ষে থেকে বছর শেষ করেছে আতলেতিকো।

বুন্দেসলিগায় সর্বোচ্চ ১৪ গোল করা হ্যারি কেইনের দল বায়ার্ন মিউনিখই শীর্ষে। ১৫ ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেনের চেয়ে চার পয়েন্টে এগিয়ে বায়ার্ন।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com