কুমিল্লায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা লেগে তিন আরোহী নিহত হয়েছেন।
রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে আদর্শ সদর উপজেলার গোমতী নদীরপাড় পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করছেন।
নিহতরা হলেন, আড়াইওড়া উত্তরপাড়া এলাকার খলিল মিয়ার ছেলে আহাদ (১৭), একই এলাকার বাসিন্দা শাওন (১৮) ও অপরজন ভিডিও ক্যামেরাম্যান বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্র জানায়, আদর্শ সদর উপজেলার আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় নিহত আহাদের মামার বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান স্থল থেকে ভিডিওগ্রাফার মিনহাজকে মোটরসাইকেলে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন আহাদ ও ইমন।
যাওয়ার পথেই রাত ১টার দিকে পালপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
বাংলা৭১নিউজ/এসএইচ