রবিবার, ২৬ মে ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন উপমন্ত্রী দক্ষ জনশক্তি রপ্তানিতে দেশ ভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে ‘এ পরিবারে জন্ম হওয়াটাই আমার ভুল হয়েছে’ দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৩ বাংলাদেশি পুলিশের সার্জেন্ট পরিচয় দিয়ে চাঁদাবাজি, যুবক গ্রেফতার পৃথিবীর কাছাকাছি ‘বাসযোগ্য’ নতুন গ্রহ আবিষ্কার বিজ্ঞানীদের জাতিসংঘ শান্তিরক্ষী নিয়ে প্রচারিত তথ্যচিত্রের প্রতিবাদ আইএসপিআরের ইসরায়েলগামী আরও তিন জাহাজে হুথির হামলা রেকর্ড গড়ে বড় পতনে সোনা উপকূলীয় এলাকায় লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পরিচয়ে ফেসবুকে হারবাল পণ্যের রমরমা বাণিজ্য তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৪২ ছুঁই ছুঁই এমপি আনার হত্যা: অপরাধী হলে শিলাস্তির বিচার চান দাদা ভারতীয় প্রতিষ্ঠানকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সালমান এফ রহমানের ডলার সংকটে আমদানি কম, রাজস্ব ঘাটতি ৬৭ কোটি ৮৯ লাখ টাকা রামপুরায় রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু ঢাকায় এসেছেন ‘কুরুলুস উসমান’ খ্যাত অভিনেতা বুরাক আবারও নিজেকে ‘ঈশ্বরের দূত’ বললেন মোদি ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ওলামা লীগের মানববন্ধন

পরীক্ষা কেন্দ্র থাকবে সিসি ক্যামেরার আওতায়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮
  • ১২০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী প্রতিনিধি : বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। চলতি বছর বাউফল উপজেলায় মোট ৬ হাজার ৫ শ’৩০ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। এরমধ্যে ৬০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪ হাজার ৫ শ’৪৭ জন, ৬৭টি মাদ্রাসার ১ হাজার ৮শ’২১ জন এবং ১৬২ জন ভোকেশনাল পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। মোট ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা।
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে নেয়ার জন্য প্রতিটি কেন্দ্রে বসানো হচ্ছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। বাংলাদেশে এই প্রথম কোন পাবলিক পরীক্ষার প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নেয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন থেকে পাবলিক পরীক্ষা চলাকালিন কেন্দ্রে বহিরাগতরা অনুপ্রবেশ করে নকল সরবরাহ করছে। পাশাপাশি কক্ষ পরিদর্শক পরীক্ষার্র্থীদের নকলে সহায়তা করছে। পরীক্ষার কক্ষে পরীক্ষার্থীরা বিভিন্নভাবে সুবিধা পাওয়ায় বাউফল উপজেলায় শিক্ষার গুনগত মান অনেকটা নীচে নেমে গেছে।
ফলে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পাশের পর এখানকার অধিকাংশ শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষার জন্য ভাল মানের বিশ্ববিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে না। বাউফলে শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য উপজেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরমধ্যে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার জন্য প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই ক্যামেরা স্থাপনের ফলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট কেন্দ্রের অফিসে বসেই প্রতিটি কক্ষ নজরদারি করতে পারবেন।
এমনকি কক্ষ পরিদর্শক ছাড়াই এখন থেকে পরীক্ষা নেয়া সম্ভব হবে। সংশিষ্ট বিদ্যালয়ের অর্থায়নে প্রতিটি কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাবলিক পরীক্ষা ছাড়াও বিদ্যালয়গুলোর ক্লাশ এবং মডেল টেষ্ট পরীক্ষা মনিটরিং করতে পারবেন প্রধান শিক্ষক। এ প্রসঙ্গে বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, এখানকার শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য প্রতিটি কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে পরীক্ষায় অনিয়ম হলে তা ক্যামেরায় ধারন হবে। তা দেখেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com