মহান বিজয় দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিজয় র্যালিতে অংশ নিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পর্যায়ের নেতাকর্মীরা।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকেই ছোট ছোট মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন তারা। সবাই জড়ো হওয়া শেষ হলে শহীদ মিনার থেকে বিজয় র্যালিটি শুরু হবে।
কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে শিক্ষার্থীরা ‘একাত্তরের স্বরণে—ভয় করি না মরণে’, ‘দিল্লী না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ—রাজপথ রাজপথ’, ‘আবু সাইদ মুগ্ধ —শেষ হয়নি যুদ্ধ’, ‘দালালি না আজাদী আজাদী’— ইত্যাদি স্লোগান দেন।