ময়মনসিংহের ভালুকায় পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- দিনাজপুরের ঘাগড়াগাছি এলাকার আব্দুর রশিদের ছেলে মাহফুজুর রহমান সাগর (২২) ও তার স্ত্রী নেত্রকোনা মদনের দুখু মিয়ার মেয়ে রেহেনা আক্তার নুপুর (২০)। তারা দুজনেই ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।
অপরদিকে, একই উপজেলার পৃথক স্থান থেকে সোনালী আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার আবুল হোসেনের মেয়ে। তিনিও স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির তিন জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এসএকে