পিরোজপুরের ভান্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (৭ ডিসেম্বর) রাতে পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের ৩নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মো. হাসান আলী ওরফে কুদ্দুস শেখের ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. জালাল উদ্দিন খান ওরফে রবিউল (৪০), শেরপুর জেলার জালাল উদ্দীনের ছেলে চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. শেখ ফরিদ (৩২), ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মো. শফিকুল ইসলামের ছেলে যানবাহন চালক মো. শিপন আলী ওরফে সোহেল (৩৫)। এ সময় অলি, শরীফ, কবিরসহ দুই থেকে তিনজন পালিয়ে যান।
গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত দুই জোড়া হাতকড়া, দুটি ওয়াকি-টকি, চারটি র্যাবের জ্যাকেট, দুটি ব্যাটেল স্টিক, পাঁচটি নেভিব্লু রঙের বিভিন্ন সাইজের চোখ বাঁধার কাপড়, দুটি গাড়ির নম্বর প্লেট, একটি পুলিশের ট্রাউজার, এক জোড়া কালো রঙের বাটা ব্রান্ডের অক্সফোর্ড সু, একটি ভুয়া র্যাবের আইডি কার্ড, একটি হালকা ধূসর রঙের কলেজ ব্যাগ ও সাদা রঙের টয়োটা ব্রান্ডের একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, শনিবার রাতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকার জনৈক ওবায়দুল কবিরাজের বসতবাড়ীর দক্ষিণ পাশে পাঁকা রাস্তার ওপর অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন পেশাদার সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তারা র্যাবের পরিচয় ব্যবহার করে ডাকাতি করে আসছিলেন।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. জালাল উদ্দিন খান ওরফে রবিউলের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা বিচারাধীন আছে। চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. শেখ ফরিদের বিরুদ্ধে একটি মামলা এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অলি পঞ্চায়েতের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মোট ১১টি মামলা বিচারাধীন আছে। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় আজ রোববার একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ডাকাত বাহিনীর মূলহোতাসহ অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
বাংলা৭১নিউজ/এসএইচ