মৌলভীবাজারে মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৫৬ প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হলেন।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ৫৬ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
নির্বাচিত ৫৬ জনের মধ্যে উপজাতি কোটায় একজন ও সাধারণ কোটায় ৫৫ জন। এছাড়া ছয়জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
তিনি বলেন, যে স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আশা করবো তোমরাও সাধারণ মানুষকে সেরকম সততা, নিরপেক্ষতা এবং দুর্নীতিমুক্ত হয়ে পেশাদারিত্বের সঙ্গে সেবা দিবে।
এ নিয়োগে মৌলভীবাজার থেকে অনলাইনে এক হাজার ৫০২ জন আবেদন করেন। তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই-বাছাই শেষে ৪৭৫ জন প্রার্থী গত ২৭ নভেম্বর লিখিত পরীক্ষায় অংশ নেয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯১ জন প্রার্থী ৪ ডিসেম্বর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে।
অনলাইনে আবেদনকারী ১৫০২ জনের মধ্যে ৪ নভেম্বর নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে ১২১৯ জন প্রার্থী শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের দিন উপস্থিত হন। সেখান থেকে প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ৮২০ জনকে বাছাই করা হয়। এরপর গত ৫ নভেম্বর প্যাজিক্যাল ইনডোর্স টেস্ট শেষে ৬৮২ জন এবং তৃতীয় ধাপে গত ৬ নভেম্বর লিখিত পরীক্ষার জন্য ৪৭৫ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, সুপার জাকির হোসেন, শাহ আলম, মো. শামসুল হক উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ