মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা মহানগরে তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত এক মামলায় খালাস, আরেক মামলায় সাজা বাতিল আলতাফ হোসেনের রংপুরে রাঙ্গা-বাবলুসহ আ. লীগ-জাপার ৩৯ নেতাকর্মীর নামে মামলা ৯৮৫ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি পাশের দেশের মিডিয়া মিথ্যা প্রচার করে বেশি : স্বরাষ্ট্র উপদেষ্টা সারাদেশে ৯৯.৪৩ শতাংশ গার্মেন্টসই খোলা: বিজিএমইএ বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে তিতুমীরের ১৪ শিক্ষার্থী মালয়েশিয়ার সম্ভাবনাময় ১০ খাতে সুযোগ নিতে পারে বাংলাদেশ পুলিশ প্রশাসন-নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচন দিন ১৬ তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা মেলোনির সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হয়েছে মোদির হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে: ড. ইউনূস শেখ হাসিনা-কাদের-কামালের বিরুদ্ধে চট্টগ্রামে আরেক মামলা আদানির সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে হাইকোর্টের রুল র‌্যাগ দেওয়ায় ৬ শিক্ষার্থীকে মধ্যরাতে থানায় সোপর্দ পর্তুগালকে রুখে দিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া ডিসেম্বরের মধ্যে ১১০০ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে সরকার ঝিনাইদহ সীমান্তে ৬ কোটি টাকার স্বর্ণসহ আটক ২ সুস্মিতার সঙ্গে ডাল-ভাতের মতো সম্পর্ক: প্রাক্তন প্রেমিক

১৬ তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৭ বার পড়া হয়েছে

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৬তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে মামুনুর রশিদ (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে। 

সদর থানার ওসি একেএম মঈন উদ্দিন জানান, মামুন গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্বজনরা জানান, মামুনুর রশিদ বগুড়া সদর উপজেলার শেকেরকোলা ইউনিয়নের তেলিহারা দক্ষিণপাড়া গ্রামের আবদুর রহিম মন্ডলের ছেলে। তিনি নোয়াখালীর চাঁটখিলে এসিআই ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার পদে কর্মরত ছিলেন। সেখানে তার সঙ্গে স্ত্রী ও একমাত্র ছেলে থাকতেন। রশিদ গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন তাকে খুঁজছিলেন। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

তিনি সোমবার বিকালের দিকে বগুড়া শহরের মাটিডালি এলাকায় মাহথির হোটেলে ওঠেন। রাত ১০টার দিকে বাহিরে যান। আবার রাত ১২টার দিকে ফিরে আসেন। রাত ৪টার দিকে হোটেল ছেড়ে দেন। এরপর সেখান থেকে ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৬তলায় উঠেন। দু’বার চেষ্টায় ব্যর্থ হওয়ার পর ভোর ৫টার দিকে তৃতীয় বার তিনি নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, মামুন সোমবার ১০টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তিনি ১৭ তলা ভবন থেকে রেলিং ধরে নিচে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। উপস্থিত লোকজন তাকে সেখান থেকে বের করে দেন। ভোরে এসে আবার তিনি ১৬ তলা থেকে লাফ দেন।

বগুড়া সদর থানার ওসি একেএম মঈন উদ্দিন জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজে তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, খবর পেয়ে স্ত্রী ও সন্তান নোয়াখালীর চাঁটখিল থেকে রওনা দিয়েছেন। তাৎক্ষণিকভাবে মামুনুর রশিদের আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। তার কোন ঋণ ছিল কী না বা পারিবারিক অশান্তি সম্পর্কে কেউ কিছু বলতে পারছেননা। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com