বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কলকাতাগামী ইন্ডিগোর ফ্লাইটে বোমাতঙ্ক, ১৮৭ যাত্রী নিয়ে জরুরি অবতরণ রামপুরায় রিকশা গ্যারেজের দেয়াল ধসে চার বছরের শিশুর মৃত্যু মহেশখালীতে পুলিশের লুট হওয়া অস্ত্রসহ ডাকাত দলের প্রধান আটক আমাদের ভুলের কারণেই আহতরা সড়কে নেমে এসেছে : প্রাণিসম্পদ উপদেষ্টা ১৮৪ কোটি টাকা পাচার: বিএনপি নেতা ফালুসহ তিনজনকে অব্যাহতি ৫ আগস্ট গুলিবিদ্ধ আবদুল্লাহ সিএমএইচে মারা গেছেন দুবলারচরে ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা গ্রেফতার সাগর-রুনি হত্যার ৩২০১ পৃষ্ঠার নথি পেয়েছে পিবিআই ট্রাম্প-বাইডেন বৈঠক: শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি এ্যানির বিরুদ্ধে করা ৬ মামলা হাইকোর্টে বাতিল ইন্টারপোল ও ক্যাসপারস্কির অভিযানে ৪০ সাইবার অপরাধী গ্রেফতার নাম লোগো পোশাক পরিবর্তন, নতুন আইনে পরিচ্ছন্ন বাহিনী হবে র‌্যাব কুইক রেন্টাল দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তার নিয়োগ হয়েছে নভেম্বরে খেলার সময় ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু ওয়ানডেতে ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে শান্ত আসিফ নজরুলকে হেনস্তা, জেনেভার শ্রম কাউন্সেলরকে প্রত্যাহার

৬০ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৬ বার পড়া হয়েছে

যমুনা নদীতে নাব্য সংকটেরর কারণে আরিচ-কাজিরহাট নৌপথে দীর্ঘ ৬০ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সময় নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় তিন শতাধিকের বেশি পণ্যবাহী ট্রাক নৌপথ পারাপারে অপেক্ষমাণ রয়েছে।

 এর আগে গত শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে নাব্য সংকটের কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে দুর্ভোগে পড়েন মানিকগঞ্জের আরিচা ঘাট ও পাবনার কাজিরহাট প্রান্তে আটকা পড়া তিন শতাধিক পণবাহী ট্রাকের চালক ও সহযোগী শ্রমিকসহ যাত্রীরা।

দুপুর ২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ে আরিচা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

আটকেপড়া ট্রাক চালক আব্দুর রহিম বলেন, দীর্ঘ সময় আরিচা ঘাটে নদী পারের অপেক্ষায় রয়েছি। ফেরিতে নদী পারাপার আরামদায়ক ও সহজে যাতয়াত করা যায় বলে আমরা এই নৌপথটি ব্যবহার করি। কিন্তু ফেরি চলাচল এখন মাঝে মধ্যেই বন্ধ হওয়ায় বিপাকে পড়তে হয়। আজকে দুপুরে ফেরি চলাচল শুরু হয়েছে, আশা করছি সন্ধ্যার মধ্যে নদী পার হতে পারব।

ট্রাকচালক জসিম মিয়া বলেন, প্রতিবছর এই সময়ে নদীতে নাব্য সংকট দেখা দেয়। কর্তৃপক্ষ যদি আগে থেকে নদীর নাব্য ঠিক রাখতে কাজ করে তাহলে আমাগো ভোগান্তি হতো না।
 
বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, যমুনা নদীর পানি কমে যাওয়ায় গত তিন মাস ধরেই আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল কিছুটা সমস্যা হচ্ছে। মাঝে মধ্যে আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছে। যার কারণে দুর্ঘটনা এড়াতেই গত শুক্রবার দিবাগত রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

তিনি বলেন, নৌপথের নাব্য স্বাভাবিক করতে বিআইডব্লিউটিএ নৌ চ্যানেলে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রয়েছে। নৌপথের চ্যানেল স্বাভাবিক হওয়ায় আজকে দুপুর ১২টার দিকে আমরা ফেরি চলাচল শুরু করেছি। এই নৌপথে ৫টি ফেরি চলাচল করছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় তিন শতাধিকের বেশি আটকে পড়া পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে।

এর আগে নাব্য সংকটের কারণে ১ নভেম্বর রাত ১০টা থেকে ৩৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। পরে নৌপথে বিআইডব্লিউটিএর ড্রেজিং করার ফলে কিছুটা নাব্য স্বাভাবিক হওয়ায় ফেরি চলাচল শুরু করা হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com