বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মহেশখালীতে পুলিশের লুট হওয়া অস্ত্রসহ ডাকাত দলের প্রধান আটক আমাদের ভুলের কারণেই আহতরা সড়কে নেমে এসেছে : প্রাণিসম্পদ উপদেষ্টা ১৮৪ কোটি টাকা পাচার: বিএনপি নেতা ফালুসহ তিনজনকে অব্যাহতি ৫ আগস্ট গুলিবিদ্ধ আবদুল্লাহ সিএমএইচে মারা গেছেন দুবলারচরে ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা গ্রেফতার সাগর-রুনি হত্যার ৩২০১ পৃষ্ঠার নথি পেয়েছে পিবিআই ট্রাম্প-বাইডেন বৈঠক: শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি এ্যানির বিরুদ্ধে করা ৬ মামলা হাইকোর্টে বাতিল ইন্টারপোল ও ক্যাসপারস্কির অভিযানে ৪০ সাইবার অপরাধী গ্রেফতার নাম লোগো পোশাক পরিবর্তন, নতুন আইনে পরিচ্ছন্ন বাহিনী হবে র‌্যাব কুইক রেন্টাল দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তার নিয়োগ হয়েছে নভেম্বরে খেলার সময় ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু ওয়ানডেতে ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে শান্ত আসিফ নজরুলকে হেনস্তা, জেনেভার শ্রম কাউন্সেলরকে প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় চাই নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো ৮ বছর পর ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান

কোনো নির্দিষ্ট সম্প্রদায় নয়, জনগণের জন্য কাজ করাই লক্ষ্য

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৯ বার পড়া হয়েছে

কোনো নির্দিষ্ট সম্প্রদায় নয়, দেশের জনগণের জন্য কাজ করাই লক্ষ্য বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সেখ বশির উদ্দীন।

দায়িত্ব পাওয়ার পর সোমবার (১১ নভেম্বর) প্রথম দিন অফিসে এসে উপদেষ্টা এ কথা বলেন।

শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির উদ্দীন রোববার সন্ধ্যায় বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ নেন।

রামপুরা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি মামলা রয়েছে। সেই মামলায় আপনিও আসামি- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নতুন উপদেষ্টা বলেন, আমি খুব ভালো জানি না, আমাদের লিগ্যাল টিম এটা দেখছে।

ওখানে আমার নামের এবং আমার বাবার নামের কিছু সংগতি আছে, কিছু অসংগতি আছে। এটা আসলে আমি কি না, আমি এখনো নিশ্চিত না। এটা নিশ্চিত হলে অফকোর্স এটা লিগ্যালি ফেস করা হবে।

তিনি বলেন, আমি আমার প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করেছি। আমি জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ। আমি নিজেও একজন ভোক্তা। তাই আমার লক্ষ্য দেশের জনগণের জন্য কাজ করা, কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়। আমি এখানে কোনো সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছি না। আমি একমাত্র দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি।

পরে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, মুদ্রাস্ফীতির ফলে আমাদের টাকার অংকে যেটা বেড়েছে, ক্রয়ক্ষমতা সেভাবে বাড়েনি বরং ক্রয়ক্ষমতা কমেছে। আমরা যদি একজন শ্রমিকের দিকে দেখি তাহলে তার জীবনমানের মধ্যে কম্প্রোমাইজ চলে এসেছে।

কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, আমি আপনাদের কাছে কোনো ম্যাজিক প্রত্যাশা করছি না। আমরা সম্মিলিতভাবে কাজ করবো। আপনারা আমাকে সহযোগী হিসেবে পাবেন। আপনাদের কাজকে আরও কার্যকর করার জন্য ইনসাফের সঙ্গে আমার সক্ষমতা অনুযায়ী চেষ্টা করবো।

তিনি বলেন, আমরা যদি ব্যবসা-বাণিজ্য বাড়াতে পারি, আমাদের সর্বোচ্চ দক্ষতার প্রয়োগ ঘটাতে পারি তাহলে ভালো করা সম্ভব। আমি কর্মকর্তাদের কাছে অতিরিক্ত পরিশ্রম প্রত্যাশা করি। আমিও পরিশ্রম করবো।

বাংলা৭১নিউজ/এসএবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com