বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৮৪ কোটি টাকা পাচার: বিএনপি নেতা ফালুসহ তিনজনকে অব্যাহতি ৫ আগস্ট গুলিবিদ্ধ আবদুল্লাহ সিএমএইচে মারা গেছেন দুবলারচরে ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা গ্রেফতার সাগর-রুনি হত্যার ৩২০১ পৃষ্ঠার নথি পেয়েছে পিবিআই ট্রাম্প-বাইডেন বৈঠক: শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি এ্যানির বিরুদ্ধে করা ৬ মামলা হাইকোর্টে বাতিল ইন্টারপোল ও ক্যাসপারস্কির অভিযানে ৪০ সাইবার অপরাধী গ্রেফতার নাম লোগো পোশাক পরিবর্তন, নতুন আইনে পরিচ্ছন্ন বাহিনী হবে র‌্যাব কুইক রেন্টাল দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তার নিয়োগ হয়েছে নভেম্বরে খেলার সময় ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু ওয়ানডেতে ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে শান্ত আসিফ নজরুলকে হেনস্তা, জেনেভার শ্রম কাউন্সেলরকে প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় চাই নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো ৮ বছর পর ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান বাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা-অধিকার নিশ্চিত চায় যুক্তরাষ্ট্র জয়া আহসানের প্রশংসায় মজলেন মালয়ালম অভিনেত্রী

চীনে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন তরুণ কূটনীতিকরা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৭ বার পড়া হয়েছে

চীনে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন বাংলাদেশের তরুণ কূটনীতিকরা। এ উপলক্ষ্যে ঢাকায় চীনা দূতাবাস রোববার (১০ নভেম্বর) এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে।

চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির ৪০তম ব্যাচের তরুণ কূটনীতিকরা চীনে প্রশিক্ষণে যাচ্ছেন। তাদের জন্য এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বক্তব্য দেন। এছাড়া পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশফি বিনতে শামস, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শাখার মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দ্বিতীয়বারের মতো চীনা দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তরুণ কূটনীতিকদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এটি একটি নতুন বিনিময় যাত্রা।

চীন এবং বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। আগামী বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী এবং ‘জনগণের মধ্যে বিনিময় বছর উদযাপন করবে। তরুণ কূটনীতিকরা কেবল চীন-বাংলাদেশ বন্ধুত্বের উত্তরাধিকারী নয়, দ্বিপাক্ষিক সম্পর্কের সুস্থ বিকাশেও অংশগ্রহণকারী।

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এই মূল্যবান প্রশিক্ষণের সুযোগ দেওয়ার জন্য চীনা দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি চিনে রাষ্ট্রদূত হিসেবে তার মেয়াদকালে চীনে তরুণ বাংলাদেশি কূটনীতিকদের প্রথম প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের কথাও স্মরণ করেন, যা একটি জীবন্ত স্মৃতি রয়ে গেছে। 

তিনি উল্লেখ করেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী, বিনিময় ও সহযোগিতা জোরদার করার জন্য উন্মুখ।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com