রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাদারীপুরে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ লাদাখের অংশ নিয়ে ২ নতুন কাউন্টি ঘোষণা চীনের, প্রতিবাদেই সীমাবদ্ধ ভারত জুবায়েরপন্থিদের বিক্ষোভের ডাক, ২৫ জানুয়ারি সম্মেলনের ঘোষণা হাসপাতালে প্রবীর মিত্র, অবস্থা গুরুতর হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা ৮টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি মস্কোর গণঅধিকারের ফারুক হাসানের ওপর হামলা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে বনানীতে চিরনিদ্রা গেলেন অভিনেত্রী অঞ্জনা মাদারীপুরে সেরা ১২ পুত্রবধূকে সম্মাননা তৈরি পোশাক রপ্তানির ছয় মাসে প্রবৃদ্ধি ১৩.২৮ শতাংশ সাদপন্থিদের ইজতেমা করার অধিকার নেই : মামুনুল হক কাশ্মিরে ভারতীয় তিন সেনা নিহত চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু পুনরায় চালুর অপেক্ষায় সেতাবগঞ্জ চিনিকল, খুশি স্থানীয়রা ‘পুলিশ যেন জনগণের আস্থাভাজন হতে পারে, সে চেষ্টা অব্যাহত রয়েছে’ তারেক রহমানের ৪ মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল দেশব্যাপী অভিযানে ৬০ হাজার কেজি পলিথিন জব্দ বিয়ে করেছেন তাহসান টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দম্পতি নিহত আগামী নির্বাচন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচন : জোনায়েদ সাকি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরীর গাড়িবহরে হামলার এক যুগ পর মামলা

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার ১১ বছর পর মামলা করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী সদর থানায় মেহেদী হাসান জীবন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এতে সদর উপজেলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তা মিয়াকে প্রধান আসামি করে ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ অক্টোবর বদরপুর বাজারের দলীয় কর্মসূচি শেষে শহরে ফেরার পথে শিয়ালী বাজার এলাকায় সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা করে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এতে জেলা কৃষক দলের সভাপতি এস এম আব্দুর রব হাওলাদার, ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহন সিকদার, যুবদলের সদস্য দেলোয়ার হোসেন ও শফিক টেইলার গুরুতর আহত হন। মামলায় ৫৭ জন নামধারী ছাড়াও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার বাদী মেহেদী হাসান জীবন বলেন, ২০১৩ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে মুক্তা মিয়ার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় আমার বাবা গুরুতর আহত হন। তখন আমার বাবার চিকিৎসাই আমরা ঠিকভাবে করতে পারিনি।

ওই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যেখানে চিকিৎসাই করাতে পারিনি, সেখানে বিচার পাওয়া তো দূরের কথা। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট ওই সরকার বিতাড়িত হওয়ায় ন্যায়বিচার পাওয়ার আসায় আমি মামলাটি করেছি।

সদর থানার ওসি বলেন, ‘২০১৩ সালে হামলার ঘটনায় সদর থানায় মেহেদী হাসান জীবন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com