দেশে স্বজনদের কাছে প্রবাসীদের পাঠানো আয়ে উল্লম্ফন হয়েছে সদ্য সমাপ্ত অক্টোবর মাসে। এই মাসটিতে এসেছে ২ দশমিক ৩০ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই মাসের চেয়ে ১৬ দশমিক ৭৫ শতাংশ বেশি। ২০২৩ সালের অক্টোবরে ১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল।
এছাড়া ৩০ অক্টোবর বিপিএম৬ পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ১৯.৮৭ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা রবিবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
এর আগে গেল সেপ্টেম্বর মাসে রেমিটেন্স এসেছিল ২ দশমিক ৪০ বিলিয়ন ডলার। আর আগস্ট ও সেপ্টেম্বর দুই মাস মিলিয়ে ৪ দশমিক ৬৩ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ