শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

মানুষ মাঠে নামলে বুঝবেন কার তখন শক্তি কতটুকু-মওদুদ আহমদ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮
  • ৬৫১ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বাংলা৭১নিউজ, নোয়াখালী প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বাংলার মানুষ একবার গণতন্ত্রের জন্য মাঠে নামলে বুঝবেন তখন কার শক্তি কতটুকু। নির্বাচন আসুক তখন সেটা প্রমাণ হবে। আমরা জানি এ সরকার কোন সমঝোতায় আসতে চাইবে না। তবুও আমরা চাইবো আগামী নির্বাচন যেন নির্দলীয় নিরপেক্ষ ও অবাধ-সুষ্ঠু হয়। সরকার একদলীয় নির্বাচন করার জন্য নানা কৌশল করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, আমাদের কে ব্যস্ত রাখা।

শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজুর ইউপির নিজ বাসভবনে উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিমের সভাপতিত্বে আমান মওদুদ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি আগামী নির্বাচনে অবশ্যই যাবে। আমরা নির্বাচন এবং আন্দোলন দুটোর জন্যই প্রস্তুত। ভোটের অধিকার আদায়ে বিএনপি রাস্তায় নামবে এবং সারা বাংলাদেশের মানুষ যখন রাস্তায় নামবে তখন দেশের রাজনৈতিক চিত্র পাল্টে যাবে।

২০১৪ সালের ৫ জানুয়ারি’র মত একদলীয় কোন নির্বাচন বাংলাদেশে আর হবেনা। এ সময় তিনি অভিযোগ করে বলেন, এটা কি ধরণের গণতন্ত্র এটা কি ধরণের রাজনীতি। আমি এলাকায় আসলেও কোন এলাকায় ইউনিয়নে,ওয়ার্ডে যেতে পারিনা। আমরা একটা ঘরোয়া বৈঠক করতে পারিনা।

প্রশাসন থেকে বলেছে তারা আমাদের কে কোন সভা করার অনুমতি দেবেনা। উপর থেকে হুকুম আছে এখানে বিএনপি কে রাস্তায় নামতে দেওয়া হবে না। আমান মওদুদ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন হাসনা জসিম উদ্দিন মওদুদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন,বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,পৌরসভা যুবদলের সভাপতি শওকত হোসেন সগির, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান টিপু,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন,উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন পাভেল প্রমুখ।

 

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com