ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এই হামলার সঙ্গে আমেরিকা জড়িত নয় বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন।
পেন্টাগন জানিয়েছে, ইরানে চালানো ইসরায়েলি বিমান হামলার সাথে তারা জড়িত নয়। তবে ইসরায়েল হামলার বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ইরানের ওপর ইসরায়েলি হামলা নিয়ে আলোচনা করবেন।
মার্কিন একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকেও ইসরায়েলি হামলা সম্পর্কে অবহিত করা হয়ের্ছে। তিনি এর ওপর কড়া নজর রাখছেন।
ইরানে বিমান হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি এই হামলায় খুব সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ