আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে ময়মনসিংহ জেলায় রূপালী ব্যাংক পিএলসি’র ৩২তম ইচাইল নতুন বাজার উপশাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার ভার্চুয়্যালি উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পারসুমা আলম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।
এসময় ব্যাংকের মহাব্যবস্থাপকরা ভার্চুয়্যালি সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক এমডি এবং রূপালী ব্যাংকের সাবেক ডিএমডি খন্দকার আতাউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের জিএম মো. ইকবাল হোসেন খাঁ, ডিজিএম মো. নিজাম উদ্দিন, মো. মনির উদ্দিন ভূইয়া, মো. হাবিবুর রহমান ও নাসরিন সুলতানাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএম