বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটজনের নাইকো দুর্নীতির মামলায় আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুহম্মদ আলী আহসান সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ৪ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেন।
সাক্ষীরা হলেন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কাশেম, সাবেক মহাপরিচালক সৈয়দ আহমদ হাক্কানী, বাংলা গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ব্রাক্ষণবাড়িয়ার ব্যবস্থাপক পরিচালক জাহাঙ্গীর কবির।
এদিন এ সাক্ষীরা আদালতে জবানবন্দি দিলে তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। এ নিয়ে এ মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্য শেষ হলো।
খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভুইয়া জানান, খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আমরা হাজিরা দাখিল করি।
উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। গত ১৯ মার্চ একই আদালত খালেদা জিয়াসহ ৮ আসামির অব্যাহতির আদালত নাকচ করে চার্জগঠনের আদেশ দেন।
অপর আসামিরা হলেন- তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ও বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম। এদের মধ্য প্রথম তিনজন পলাতক রয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএকে