বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অস্ত্র মামলায় দণ্ড থেকে খালাস পেলেন মাওলানা নিজামী পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম সিআইএ’র চোখে ধুলো দিয়ে চে গেভারার ডায়েরি যেভাবে কিউবা পৌঁছেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে চলছে সাকরাইন উৎসব দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর কারাগারে সীমান্তে এখন কোন উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদানে গোলাবর্ষণে নিহত অন্তত ১২০ ৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা ‘দিল্লি থেকে গণভবনে কে বসবে সেই সিদ্ধান্ত আর আসবে না’ নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলতে চায় না জাতিসংঘ ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার পাসপোর্ট কর্মকর্তা পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান, বদলে যেতে পারে অর্থনীতি কুয়েতকে বাংলাদেশ থেকে আরও দক্ষ জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির স্বাধীন সাংবাদিকতার জন্য আর্থিক নিরাপত্তা দরকার : কামাল আহমেদ রিমান্ডে অসুস্থ কামরুল, নিয়ে আসা হয়েছে ঢামেকে বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার কোরিয়ার অর্থায়নে আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার চার মাসে সাড়ে ১৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ছাত্রজোট, পুলিশি বাধায় পথে সমাবেশ

বসনিয়ার মাঠে কষ্টের জয় জার্মানির

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৬ বার পড়া হয়েছে

নেশন্স লিগে কষ্টার্জিত জয় পেল জার্মানি। শুরুতে দুই গোল করে সহজ জয়ের ইঙ্গিত দিলেও দারুণ লড়াইয়ে ঘুরে দাঁড়ায় বসনিয়া। তবে নিজেদের রক্ষণ আগলে জয় তুলে নেয় জার্মানরা। বসনিয়ার বিপক্ষে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জয়টা এসেছে ২-১ গোলে। দলের জয়ে দুটি গোলই করেন ডেনিস উন্দাভ।

প্রতিপক্ষের মাঠে শুক্রবার (১১ অক্টোবর) ম্যাচের শুরু থেকেই একচেটিয়া খেলতে থাকে জার্মানি। বলের দখল নিজেদের কাছে রেখে খেলে যায় তারা। তবে আক্রমণ করতে পারছিল না। জার্মানি প্রথম ভালো সুযোগটি পায় ম্যাচের ৩০তম মিনিটে। এই সুযোগেই এগিয়ে যায় তারা। ফ্লোরিয়ান ভিরৎজের কাটব্যাক পেয়ে নিচু শটে গোলটি করেন উন্দাভ।

গোল পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে জার্মানরা। ৩২তম মিনিটে আবারও আক্রমণ। তবে অফসাইডের ফাঁদে আটকে যেতে হয়। ৩৪তম নিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন উন্দাভ। বাঁ দিক থেকে ছয় গজ বক্সে ক্রস বাড়ান মাক্সিমিলিয়ান, সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের বাধা সামলে ছুটে গিয়ে ঠাণ্ডা মাথায় বলের দিক পাল্টে দেন উন্দাভ।

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে বসনিয়া। আক্রমণের ধারায় তারা গোল আদায় করে নেয় ৭০তম মিনিটে। ব্যবধান কমান জেকো। কর্নারে উড়ে আসা বল হেডে ঠিকানায় পাঠান অভিজ্ঞ ফরোয়ার্ড। এরপর জার্মানরা রক্ষণে জোর দিলে বাকি সময়ে আর কিছু করতে পারেনি বসনিয়া।

এই জয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষস্থানও ধরে রাখল তারা, তিন ম্যাচে দলটির পয়েন্ট ৭। দিনের আরেক ম্যাচে হাঙ্গেরির মাঠে ১-১ ড্র করেছে নেদারল্যান্ডস। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ডাচরা। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হাঙ্গেরি। আর সবশেষে বসনিয়ার পয়েন্ট ১।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com