নেত্রকোনার কলমাকান্দায় পূজা দেখতে যাওয়ার পথে শুক্রবার (১১ অক্টোবর) সকালে নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, হরিণধরা গ্রামের বিপ্লব তালুকদারের ছেলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অমিত তালুকদার (৭), অপরজন একই গ্রামের সঞ্জয় তালুকদারের মেয়ে ঋতু তালুকদার (১৭)। নিহতরা সম্পর্কে ফুফু-ভাতিজা।
স্থানীয়রা জানান, উপজেলার হরিণধরা গ্রামের পূর্বপাড়া থেকে পশ্চিমপাড়া পূজা দেখতে যাওয়ার সময় নৌকা ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পূজা দেখতে যাওয়ার পথে নৌকা ডুবে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটলো। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/একে