আবারও জঙ্গি হামলার শিকার পাকিস্তান। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে করাচি বিমানবন্দর এলাকা। এতে প্রাণ গেছে ২ চীনা নাগরিকের। আহত হয়েছেন অন্তত ১০ জন।
হামলার দায় শিকার করেছে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সাংবাদিকদের ই-মেইলে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে তারা।
দেশটির চীনা দূতাবাস এক বিবৃতিতে জানায়, ইঞ্জিয়ারদের একটি কনভয়কে লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। তারা করাচির কাশিম বন্দর এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
মূলত চীনা নাগরিকদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে বলে জানায় বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠীটি। গাড়ির ভেতর বিস্ফোরক ডিভাইস সেট করে চালানো হয় এই হামলা। আগুন নেভাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।
এর আগেও প্রদেশটিতে হামলা চালায় বিএলএ। তাতে প্রাণ হারান অন্তত ৭০ জন।
সূত্র: ডন নিউজ
বাংলা৭১নিউজ/এসএইচ