বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী প্রতিনিধি : এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। শিক্ষকদের সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করছেন। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদ্রাসার খ্ুঁজছে তোমায়-নন্দিত বাউফল সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এমপি এ কথা বলেন। চীফ হুইপ আরো বলেন,শিক্ষায় বাউফলের একসময় সুনাম ছিলো। এখন সেই সুনাম নেই। ছাত্র-ছাত্রীরা স্কুলে যায় না,লেখাপড়া করেনা প্রাইভেট কোচিং নির্ভরশীল। ফলে শিক্ষার্থীরা ভাল কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় টিকতে পারেনা। অধিকাংশ শিক্ষার্থী মাদকাসক্তে জড়িয়ে পড়েছে। এ অবস্থা থেকে রেহাই পেতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন খান, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডি জি এম এ কে এম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানে খ্ুঁজছে তোমায়-নন্দিত বাউফল সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১০৫ জন বিজয়ী শিক্ষার্থীদের পুরুস্কার প্রদান করা হয়। এর আগে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোন শাখায় গ্রাম বিদ্যুতায়ণের শুভ উদ্বোধন করেন।
বাংলা৭১নিউজ/জেএস