বাংলা৭১নিউজ, ঢাকা: দুই মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার সকালে আদালতে উপস্থিত হন। পূর্বের ঘোষণা অনুয়ায়ী বেলা ১১টায় তার দুই মামলার বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তিনি আদালতে এসে জানতে পারেন আদালত বসবে দুপুর ২টায়।
আদালতের পেশকার বলেন, গত বছর যেসব আইনজীবী মারা গেছেন তাদের স্মরণসভা আজ জেলা জর্জকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। এজন্য আদালত দুপুর ২টায় বসবে।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, দুপুরে যে আদালত বসবে সে বিষয়টি আমরা জানতাম না। আমরা জানতাম সকাল ১১টায় আদালত বসবে।
অপরদিকে খালেদার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আমরা জানি ১১টায় কোর্ট বসবে কিন্তু এখানে এসে শুনি কোর্ট বসবে দুপুর ২টায়। এ বিষয়টি আমাদেরকে আগে জানানো হয়নি।
ঘোষণা অনুযায়ী সব কোর্টের বিচার কার্যক্রম দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকার কথা থাকলেও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার কার্যক্রম বেলা ১২টা থেকে শুরু হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, ওই কোর্ট হয়তো এ নোটিশটি পায়নি। তাই তারা কার্যক্রম চালাচ্ছেন।
বাংলা৭১নিউজ/জেএস