রূপালী ব্যাংকে নিজস্ব চক্র গড়ে তুলে অভিনব উপায়ে একের পর এক ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে কাজী নুরুদ্দীন নামে চট্টগ্রামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। তার এই কার্মকান্ডে বাধা হয়ে দাঁড়ালে কিংবা ঋণের টাকা ফেরত চাইলে ব্যাংকের কর্মকর্তাদের বিভিন্ন উপায়ে হয়রানি করছেন তিনি। দিচ্ছেন ভুল তথ্যে ভরপুর একের পর এক লিগ্যাল নোটিশ।
নুরুদ্দীনের এই কর্মকান্ডে সঙ্গ দিচ্ছে ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা। ঋণের অর্থ ইচ্ছাকৃতভাবে ফেরত না দেওয়ায় নুরুদ্দীনের বিরুদ্ধে চট্টগ্রামের অর্থঋণ আদালতে মামলা করেছে রূপালী ব্যাংক।
নুরুদ্দীনকে চট্টগ্রামের স্থানীয় লোকজন একজন পেশাদার প্রতারক হিসেবে জানেন। তিনি নিজেকে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দিয়ে গত কয়েক বছর ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন।
স্থানীয়দের মতে কাজী নুরুদ্দীনের কাজ হচ্ছে ব্যাংকের অসৎ কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেওয়া। পরবর্তীতে টাকা পরিশোধ না করে ইচ্ছাকৃত খেলাপী হওয়া।
ব্যাংক কর্তৃপক্ষ যাতে যোগসাজশকারী কর্মকর্তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয় এবং ঋণের টাকা যেন পরিশোধ করা না লাগে সেজন্য ব্যাংকের লোকজনকে মানসিকভাবে দূর্বল করার জন্য নানা রকম অসত্য, প্রতারণামূলত তথ্য দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি প্রেরণ করে।
বাংলা৭১নিউজ/এবি