রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে ভারত, যুক্তরাষ্ট্র-চীনের আলাদা স্বার্থ রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক ই আজম ট্রাফিক আইন লঙ্ঘনে ২৭০৯ মামলা, ৯৮ লাখ টাকা জরিমানা রাজনীতি এখন জনকল্যাণ নয় ব্যবসা: বদিউল আলম মজুমদার কেউ যেন অর্থপাচার না করতে পারে সেই পলিসি করে যাবো: অর্থ উপদেষ্টা বিপ্লবে বাচ্চারা জীবন দেয়, মুরব্বিরা পদ ভাগাভাগি করেন : হাসনাত বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় আমেরিকানরা শিশু জাইফাকে দেখাশোনার কথা বলে বাসা ভাড়া নেন ফাতেমা বাংলাদেশকে বাদ রেখেই শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা? সারাদেশে ২২০ স্টেডিয়াম হবে জুলাইয়ের শহীদদের নামে সারাদেশে কমবে দিন-রাতের তাপমাত্রা, পড়বে কুয়াশা পাবনায় দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত ড. ইউনূসের ‘থ্রি জিরো’ ক্লাব নিয়ে পোপ ফ্রান্সিসের উদ্যোগ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগে আলোচনা হয়নি : সমাজকল্যাণ উপদেষ্টা ছেলের দেওয়া জবানবন্দির ভিত্তিতেই র‌্যাব কাজ করেছে যাবজ্জীবন সাজা এড়াতে রাজমিস্ত্রির পেশা, অবশেষে গ্রেপ্তার খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ দুই সন্তানকে গলাকেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালালেন বাবা মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ লেবাননে ইসরায়েলি হামলায় ১২ প্যারামেডিকস নিহত

স্ত্রীর ওপর অভিমান করে ছেড়েছিলেন বাড়ি, ফিরলেন ৩২ বছর পর

কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকী গ্রামের মুর্শিদ মিয়া। বর্তমান বয়স ৭০ বছর। স্ত্রীর ওপর অভিমান করে ৩২ বছর ছিলেন বাড়ি ছাড়া। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তাকে খুঁজে পেয়েছেন পরিবারের সদস্যরা। পুলিশের সহায়তায় গত রোববার তাকে বাড়ি ফিরিয়ে আনেন স্বজনরা। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, নরসিংদীর বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের সাহাজ উদ্দিন মাস্টারের বাড়িতে শ্রমিকের কাজ করতেন মুর্শিদ মিয়া। কিছুদিন আগে কাজ করে জমানো সাড়ে চার লাখ টাকা পাশের গ্রামের একটি মসজিদে দান করেন তিনি। সে সময় তাকে নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মুর্শিদ মিয়াকে নিয়ে পোস্ট করতে শুরু করেন। গত রোববার মুর্শিদ মিয়ার ভাতিজা আবদুল হাকিমসহ কয়েকজন গিয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনেন।

পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, ‘আমার বাড়ি নরসিংদীর বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামে। সেখানকার স্থানীয় একজন ফেসবুকে মুর্শিদ মিয়াকে নিয়ে পোস্ট করেন। তখনই বিষয়টি আমার চোখে পড়ে। ফেসবুক পোস্টে জানতে পারি, মুর্শিদ মিয়া কয়েক মাস ধরে অসুস্থ। তার বাড়ি যাওয়ার প্রবল ইচ্ছে জেগেছে। তখন এলাকায় কথা বলে জানতে পারি, তার বাড়ি পাকুন্দিয়া উপজেলায়। তখনই আমি তার বিষয়ে খোঁজ নিতে শুরু করি। পরবর্তীতে ফেসবুকের কল্যাণেই মুর্শিদ মিয়ার স্বজনরা তাকে চিনতে পারেন।’

তিনি আরও বলেন, ‘স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, প্রায় ৩২ বছর আগে বউয়ের সঙ্গে পারিবারিক বিষয়ে অভিমান করেন মুর্শিদ মিয়া। এরপর বাড়ি ছাড়েন তিনি। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পায়নি। একপর্যায়ে বাড়ির লোকজন তাকে পাওয়ার আশা ছেড়ে দেন। কোনো সন্তান না থাকায় মুর্শিদ মিয়ার স্ত্রীও আশাহত হয়ে চলে যান। তবে, মুর্শিদ মিয়ার অনেক জমিজমা আছে। তার ভাগের সহায়-সম্পত্তি যেন তাকে বুঝিয়ে দেওয়া হয়, সে বিষয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছি।’

মুর্শিদ মিয়ার ভাতিজা আবদুল হাকিম বলেন, ‘দীর্ঘদিন পর চাচাকে ফিরে পেয়ে আমাদের পরিবারের সবাই আনন্দিত। চাচার স্ত্রী-সন্তান কেউ নেই। তবে, তার অনেক জমি রয়েছে। যা আমার বড় চাচা ভোগ করছেন। মুর্শিদ চাচা যাতে জীবনের শেষ সময়টা ভালো করে কাটাতে পারেন আমরা সেই চেষ্টা করছি।’

ওসি আসাদুজ্জামান জানান, সম্প্রতি ফেসবুকের কল্যাণে মুর্শিদ মিয়ার খোঁজ পান স্বজনরা। আমরা তাকে বাড়িতে ফিরিয়ে আনতে সার্বিক সহযোগিতা করি। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com