বাংলা৭১নিউজ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির শহরতলিতে শনিবার একটি কারখানায় আগুন লাগার ঘটনায় কমপক্ষে ১৭ জন মারা গেছে। কর্মকর্তারা এ তথ্য জানান।
এএফপির খবরে জানানো হয়, নয়াদিল্লির উত্তরাঞ্চলীয় বাওয়ানা শিল্প এলাকায় প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় এ আগুন লাগে। কারখানার তিনতলা ভবনের বেসমেন্ট আগুনের সূত্রপাত।
নগরের জরুরি সেবার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা জানান, কারখানার ভবনটির বেসমেন্টের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা ওপরের দিকে উঠতে থাকে। এতে কারখানার প্রায় ২৪ জন শ্রমিক ওপরে আটকা পড়েন। দমকল কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
বাংলা৭১নিউজ/সিএইস