শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

গৌরনদীতে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০ বোমা উদ্ধার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮
  • ১৩২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মোঃ বদরুজ্জামান খান সবুজ, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে ঘন্টাব্যাপী হামলা-পাল্টাহামলা, ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হয়েছে। এ সময় ১টি বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে গৌরনদী থানার ওসি মনিরুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছ।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ রাসেল হাওলাদার (২৪) উপজেলার বড়দুলালী গ্রামে পালরদী নদীতে দেশীয় বালু উত্তোলণ মেশিন দিয়ে বালু ভরাটের ব্যবসা করে আসছিলো। সম্প্রতি বড়দুলালী গ্রামের জানে আলমের ডোবা ভরাটের কাজ নেয়।
গত মঙ্গলবার রাসেল ভরাট কাজ শুরু করেন। ভরাট কাজকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতা সোহরাব বেপারী, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুন প্যাদাসহ কতিপয় যুবলীগ নেতাকর্মীর সঙ্গে তাদের ঝগড়াঝাটি হয়। এর জেরধরে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঘন্টাব্যাপী হামলা-পাল্টাহামলা, ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় বালু উত্তোলণ মেশিনের ১৫টি পাইপ কেটে ফেলা হয়েছে। হামলা ও সংঘর্ষে যুবলীগ কর্মী সোহরাব বেপারী (৪০), মামুন প্যাদা (৩৫), তার চাচা শ্বশুর সোহাগ বেপারী (৩৬), সমর্থক লিটন হাওলাদার(২০), সাইদুল বেপারী (২৮), ফিরোজ সরদার (৩৮), ছাত্রলীগ নেতা রাসেল হাওলাদার (২৮), তার মা হাসিনা বেগম(৫০), সমর্থক খলিল খন্দকার (৩৫), আরিফ হোসেন(২৫)সহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত আবস্থায় সোহাগ বেপারীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও সোহরাব বেপারীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক রাসেল হাওলাদার অভিযোগ করে বলেন, বার্থী ইউনিযনের বড়দুলালী গ্রামে আমি বালু ভরাটের কাজ নেই। যুবলীগের সদস্য মামুন প্যাদা, তার সহযোগী সোহরাব বেপারীকে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমার ওপর হামলা করে।
চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে যুবলীগ কর্মী সোহরাব বেপারী বলেন, আমি ও রাসেল যৌথভাবে বালু ভরাটের ব্যবসার কাজ শুরু করি। ব্যবসার অংশ দাবি করলে ঝগড়াঝাটি হয়।
সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুন প্যাদা বলেন, চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ন মিথ্যা।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত একটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।

শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরন

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব হোসনাবাদ এস.কে.এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মোকছেদুর রহমান কল্যান ট্রাষ্টের উদ্যোগে গতকাল বুধবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ট্রাষ্টের চেয়ারম্যান মো. তাজবিরুল মহসীনের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মেহেদী হাসান, ইউপি সদস্য শওকত হোসেন, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন প্রমূখ। আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com