কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল দখলে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগ অবস্থান করা শাহপরাণ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বেশ কিছু কক্ষ দখল করেন তারা। এতে বেশ কিছু কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, চাকু, পিস্তল, রিভালভার ও মদের বোতল উদ্ধার করেন শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) দুপুর ৩টায় কোটা সংস্কার আন্দোলনে শহীদদের প্রতি গায়েবানা জানাজা ও কফিন কর্মসূচির পরে হল দখল করে নেন তারা।
উদ্ভূত পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার পরে এই মুহূর্তে পুরো ক্যাম্পাস শূণ্য ছাত্রলীগ। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস ত্যাগ করে। এমনকি দুপুরে শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানও হল ত্যাগ করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ