রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে যাওয়া শিক্ষার্থীদের গণপদযাত্রা জিরো পয়েন্টে পৌঁছালে বাধা দিয়েছিল পুলিশ। তবে সেই ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে চলে যান শিক্ষার্থীদের একাংশ। এবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তাদের আটকে দিয়েছে পুলিশ।
সরেজমিনে দেখা গেছে, বিপুল সংখ্যক পুলিশ ও শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে রয়েছেন। জলকামানসহ সেখানে ব্যারিকেড গড়েছেন পুলিশ সদস্যরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (২টা ১০ মিনিট) পুলিশ-শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ