প্রধানমন্ত্রীর গাড়ির বহর যাচ্ছিল ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে বাংলামোটরের দিকে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মৎস্যভবন মোড়ে ব্যারিকেড দেয় পুলিশ। পাশাপাশি মৎস্যভবন এলাকাজুড়ে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মৎস্যভবন এলাকায় এ চিত্র দেখা যায়। এদিকে ব্যারিকেড দেওয়ার কারণে শিক্ষার্থীদের পদযাত্রা আটকে থাকতে দেখা যায়।
পরে প্রধানমন্ত্রীর গাড়িবহর চলে গেলে শিক্ষার্থীদের মিছিল মৎস্যভবন অতিক্রম করে। সকাল থেকে অবস্থান নিয়ে থাকা ছাত্রলীগও সরে গেছে।
এর আগে দুপুর ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএস