রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার ইতিহাসে অবিস্মরণীয় নাম মাওলানা ভাসানী: তারেক রহমান মওলানা ভাসানী দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন: রাষ্ট্রপতি মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৪ তেল সংস্থার সিইও ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী হিসেবে বেছে নিলেন ট্রাম্প আবারো সড়ক অবরোধে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা লটারি নয়, পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ নেতানিয়াহুর বাড়িতে বোমা হামলা, গ্রেপ্তার ৩ ‘অন্তর্বর্তী সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে সহযোগিতা করবে যুক্তরাজ্য’ ওয়েস্ট ইন্ডিজে রাতে মাঠে নামছে বাংলাদেশ মশার কয়েলে সাগর পাড়ে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে জেলেদের ৩৭ দোকান পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ‘ভাসানীর জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না’ ইসলামী ব্যাংকে পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের কর্মশালা দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেপ্তার ২ মাসে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ‘১১ বিচারবহির্ভূত হত্যা’ ১৬ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা ইসরায়েলের ৫ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা বঙ্গোপসাগরে ভারত, যুক্তরাষ্ট্র-চীনের আলাদা স্বার্থ রয়েছে

প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীই ১৪ দলের প্রার্থী- মোহাম্মদ নাসিম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮
  • ১০৩ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বাংলা৭১নিউজ,ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ১৪ দলীয় জোট একক প্রার্থী দেবে বলে জানিয়েছেন জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন ১৪ দল তাকেই প্রার্থী বলে মেনে নেবে এবং ঐক্যবদ্ধভাবে তার হয়ে কাজ করবে। সোমবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের বৈঠকে তিনি এ তথ্য জানান।
আগামী নির্বাচনকে ১৪ দল গণভোট মনে করে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, মুক্তিযুদ্ধের শক্তির চূড়ান্ত বিজয়ের জন্য এ নির্বাচন হবে। বারবার এ দেশে মুক্তিযুদ্ধের শক্তিকে পরাভূত করার জন্য সামরিক আইন জারি করে অবৈধভাবে ক্ষমতা দখল করে সংবিধানকে ক্ষতবিক্ষত করে মুক্তিযুদ্ধের চেতনাকে রক্তাক্ত করেছে। একাত্তরের পরাজিত শক্তি দেশের উন্নয়ন মেনে নিতে পারে নাই। তারা বারবার চক্রান্ত করেছে, এখনও করছে। তাদের নেত্রী হলো খালেদা জিয়া। তিনি ও তার দলের নেতারা প্রকাশ্য বলছেন শেখ হাসিনার নেতৃত্বে হাওয়া নির্বাচন প্রতিহত করবেন। আমরা ২০১৪ সালেও সফল হয়েছি। ২০১৪ সালে আমরা ব্যর্থ হলে দেশে অসাংবিধানিক সরকার ক্ষমতায় আসত, দেশের উন্নয়ন হতো না। আমরা তাদের আগামীতেও পরাজিত করব।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অর্জন আকাশচুম্বী। সরকারের ভুল থাকতে পারে কিন্তু শেখ হাসিনার সরকারের সফলতা হলো হিমালয় তুল্য।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনমত তৈরি করতে জোট দেশব্যাপী সফর করবে। আওয়ামী লীগের পাশাপাশি কর্মিসভা ও প্রয়োজনে জনসভাও করার কথাও উল্লেখ করেন তিনি। বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দীপু মণি, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, আফজাল হোসেন, আব্দুস সবুর, রিয়াজুল কবীর কাওছার প্রমুখ।
শরিক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম, তরিকত ফেড়ারেশনের মহাসচিব এমএ আউয়াল, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক শিরিন আক্তার প্রমুখ।
বৈঠক সূত্র জানায়, শরিক নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাতের আগ্রহ ব্যক্ত করেন। তখন জোটের মূখপাত্র মোহাম্মদ নাসিম প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে সাক্ষাতের তারিখ জানাবেন বলে উল্লেখ করেন।
এছাড়া জেপির মহাসচিব ও কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম হোল্ডিং ট্যাক্স এবং দ্রব্যমূল্য কমানোর জন্য মূল শরিক আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com