সোমবার, ০১ জুলাই ২০২৪, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে: প্রধানমন্ত্রী সুরমা-কুশিয়ারা ফের বিপৎসীমার ওপরে, পানি বাড়ছে সিলেটের সব নদীতে প্রথম ধাপে কট্টর ডানপন্থিদের কাছে হারতে যাচ্ছে ম্যাক্রোঁর দল হলি আর্টিজানে হামলার ভয়াবহ সেই দিন আজ আমরা সাংবাদিকদের অনুরোধ জানিয়েছি, অর্ডার করিনি : এসবি প্রধান বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস ও সাফল্যের অবিচ্ছেদ্য অংশ ঢাবি দেশে আর কখনোই জঙ্গিবাদ-মৌলবাদের উত্থান হবে না : র‌্যাব ডিজি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মকর্তাদের কাজ করতে হবে সব বিভাগে ভারী বর্ষণের সতর্কতা, ভূমিধসের শঙ্কা আরও ৫০০ কোটি ডলার দান করলেন ওয়ারেন বাফেট ‘সুন্দরবনের মধু’ বাংলাদেশের জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে নিত্যপণ্যের দাম নাগালে রাখতে কর্পোরেট নির্ভরশীলতা কমাতে হবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন সংস্থার এপিএ চুক্তি এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় ১০ হাজার বাজেটে বিদেশনির্ভরতা কমিয়ে আনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী বিরোধীদের রেকর্ডভাঙা জয়ের পূর্বাভাস, কত আসন পাবে লেবার পার্টি বিশ্ববিদ্যালয় অচল হলে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত ভারতকে রেল করিডোর দেওয়া দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিদেশ যেতে মতিউরের স্ত্রীর আবেদন এবার সেই ফয়সালকে বগুড়ায় বদলি

গাইবান্ধা প্রেস ক্লাব সিলগালা

গাইবান্ধা প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রেস ক্লাব কার্যালয়ে তালা ঝুঁলিয়ে সিলগালা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করেন।

জানা যায়, সাংবাদিকদের অভ্যন্তরীণ বিবাদের জেরে দুটি পক্ষ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নিরাপত্তা দাবি করে আইনী হস্তক্ষেপ কামনা করেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার এ ব্যবস্থা নেয় প্রশাসন। এসময় সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, সহকারী কমিশনার আশরাফুল হক ও সদর থানার পরিদর্শক (তদন্ত) সেরাজুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মাহমুদ আল হাসান বলেন, জেলা প্রশাসনের পরিত্যক্ত জায়গায় অবস্থিত কাচারি বাজারে অবস্থিত প্রেস ক্লাব কার্যালয়টি দুই গ্রুপ বিভক্ত হয়ে দখল করছেন। তারা একে অন্যের দোষারোপ করছেন। দুটি গ্রুপই নিজেদেরকে প্রেস ক্লাব হিসেবে দাবি করছেন। উভয় পক্ষ জেলা প্রশাসকের কাছে নিরাপত্তা চেয়ে আবদেন করেছেন।

তিনি আরও বলেন, জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী এখানে সাংবাদিকদের মধ্যে যেন কোনো প্রকার হামলা বা সংঘর্ষ না হয় এজন্য প্রেস ক্লাবের কার্যালয়টি সিলগালা করা হয়েছে। নিজেদের মধ্যে সমঝতা না হওয়া পর্যন্ত কার্যালয়টি সিলগালা থাকবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com