বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্তে অবৈধভাবে বহনকালে সোনা, রুপা, তামা, নিকেল কয়েন ও রুপিসহ গোপাল লালা (৪১) নামে একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বিজিবি।
শনিবার সকালেসোনা মসজিদ সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে বিজিবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার গোপালগঞ্জ গ্রামের বিভূতি লালা’র ছেলে।
সোনা মসজিদ বিওপির টহল দল সীমান্তের ১০০ গজ বাংলাদেশের ভেতরে জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল রাশেদ আলী ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত গোপাল লালার কাছে ৩২ গ্রাম ওজনের ৪টি সোনার কয়েন, ৯১৮ গ্রাম ওজনের ১১২টি রুপার কয়েন, ২টি করে নিকেল ও তামার কয়েন,চার হাজার ভারতীয় রুপি,দেড় হাজার বাংলাদেশি টাকা ও সিমসহ ২টি মোবাইল ফোনসেট পাওয়া যায়। তার কাছে থেকে জব্দকৃত মালামালের মূল্য ২ লাখ ১৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত ভারতীয় নাগরিককে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান লে.কর্নেল রাশেদ আলী।
বাংলা৭১নিউজ/জেএস