শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তোফাজ্জল হত্যা: ঢাবির ৬ শিক্ষার্থীর দায় স্বীকার উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতে ছিল আওয়ামী লীগ ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী আ.লীগ নেতা গ্রেপ্তার উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব জমা দিতে হবে ঢাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধের ৪৮ দিন পর মারা গেলেন নয়ন জাবিতে শামীমকে পিটিয়ে হত্যায় ছাত্রলীগ নেতা হাবিব গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হলেন ফাহমিদা খাতুন দক্ষিণ সিটিকে মশার ওষুধ সরবরাহ করবে উত্তর সিটি পার্বত্য তিন জেলায় সংঘর্ষ, যা জানালো আইএসপিআর শরীয়তপুরে পদ্মা নদীতে ভাঙন, বাড়ি সরিয়েছে ২০০ পরিবার তিন পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় বন্যায় নিহত ২৮৫ ঢাকায় আরেক ব্যক্তিকে পিটিয়ে হত্যা জাতিসংঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের কথা তুলে ধরবেন ড. ইউনূস দীঘিনালায় সংঘাত : শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দ্বিতীয় ইনিংসেও এক অঙ্কে আটকা রোহিত যুক্তরাষ্ট্রে আদালতের ভেতর বিচারককে গুলি করে হত্যা শেখ হাসিনা রেহানা জয়সহ ৩৮৮ জনের বিরুদ্ধে হত্যার আরেক মামলা ইউক্রেনে প্রাণ হারিয়েছে ৭০ হাজার রুশ সেনা

হিলিতে পেঁয়াজ ৮০ টাকা কেজি

হিলি প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দর বাজারে কেজিতে দেশি পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে ১৫ টাকা। প্রকার ভেদে ৬৫ টাকার পেঁয়াজ বর্তমান বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। এদিকে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি হিসেবে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে ক্রেতা-বিক্রেতারা।

মঙ্গলবার (৪ জুন) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। যেটি গত এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিলো ৬৫ টাকায়। আবার ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। বাজারে দেশি পেঁয়াজ আমদানি কম হওয়ার অজুহাত ও ব্যবসায়ীদের সিন্ডিকেটে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করছেন সাধারণ ক্রেতারা।

হিলি বাজারে সবজি কিনতে আসা আব্দুল আজিজ বলেন, সামনে কোরবানির ঈদ, প্রচুর পেঁয়াজের প্রয়োজন হবে। তাই ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে এই পেঁয়াজের দাম বাড়িয়েছে। তবে প্রশাসন যদি বাজার মনিটরিং ঠিকভাবে করে তাহলে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াতে ভয় পাবে।

লুৎফন রহমান বলেন, গত সপ্তাহে ৬৫ টাকা কেজি হিসেবে পেঁয়াজ কিনলাম, আজ সেই দেশি পেঁয়াজ কিনতে হলো ৮০ টাকা কেজি দরে। স্বল্প সময়ে এতো দাম বাড়লে আমাদের মতো সাধারণ ক্রেতাদের কি হবে?

হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী শাকিল আহমেদ বলেন, গত সপ্তাহে পেঁয়াজের দাম খুচরা বাজার ছিলো ৬৫ টাকা কেজি। পরে তা বৃদ্ধি পেয়ে হয়েছিলো ৭০ টাকা কেজি। আবার গত দুইদিন থেকে আরও ১০ টাকা বৃদ্ধি হয়ে বর্তমান বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। বর্তমান বাজারে দেশি পেঁয়াজ আমদানি কম হচ্ছে, যার কারণে পেঁয়াজের দাম বেড়ে গেছে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com