রাজধানী তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা গেছেন। তার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর।
সোমবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিমানবন্দর থানার রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া জানান, খবর পেয়ে রাত সোয়া ১১টার দিকে ক্যান্টনমেন্ট তেজগাঁও রোডস্থ স্টেশনের আর্মি স্টেডিয়ামের পশ্চিম পাশের এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলা৭১নিউজ/এসএইচ