সিরিজের প্রথম তিন ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ নারী দল। হ্যাটট্রিক হারে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে স্বাগতিকরা। হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা নিগার সুলতানা জ্যোতির দল ঘুরে দাঁড়াতে মরিয়া। বিশ্বকাপ সামনে রেখে অন্তত সিরিজের শেষটা রঙিন করতে চায় তারা। সেই লক্ষ্যে আজ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ভারত নারী দলের বিপক্ষে মাঠে নামছে টাইগ্রেসরা।
ম্যাচ শুরুর বেশ কিছুক্ষণ আগে কিছুটা বৃষ্টি হয়েছে। তাতে নির্ধারিত সময়ে টস হয়নি। ১৫ মিনিট পিছিয়ে স্থানীয় সময় ৩ টা ৪৫ মিনিটে টস হয়েছে। যেখানে জয়লাভ করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ম্যাচটি শুরু হতেও ১৫ মিনিট দেরি হবে। ভেজা আউটফিল্ডের কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা। ম্যাচ শুরুর নির্ধারিত সময় ছিল ৪টা। তবে সেটি পিছিয়ে ৪টা ১৫ মিনিট করা হয়েছে। অবশ্য ম্যাচের দৈর্ঘ্য কমছে না। পুরো ২০ করেই খেলা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ