চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচেও টস জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্য তারই হলো। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন টাইগার অধিনায়ক। প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানালেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজাকে।
প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়েছিলো জিম্বাবুইয়ানরা। ৪১ রানেই হারিয়েছিলো ৭ উইকেট। তবুও শেষ পর্যন্ত ১২৪ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা।
অভিষিক্ত তানজিদ হাসান তামিমের অপরাজিত ৬৭ রান এবং তাওহিদ হৃদয়ের ছোট্ট ঝড়ের ওপর ভর করে ১৫.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
এবারও একই ঘটনার পূনরাবৃত্তি ঘটানোর হাতছানি বাংলাদেশের সামনে। টস জয় সে কাজটা হয়তো সহজ করে দিয়েছে। যদিও জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা বলেছিলেন, তারা পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চান। তা যদি আজ করতে পারেন, হয়তো ম্যাচে বেশ প্রতিদ্বন্দ্বীতা হতে পারে।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ
জয়লর্ড হাম্বি (উইকেরকক্ষক), ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জংউই, অ্যাইন্সলে এনলোভু, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।
বাংলা৭১নিউজ/এসএইচ