শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাও সেতুংয়ের জন্মদিনে চীনের আকাশে ‘গোপন বৈশিষ্ট্যের’ যুদ্ধবিমান ক্রসফায়ারে নিহত বিএনপি নেতার পরিবারকে বাড়ি দিচ্ছেন তারেক রহমান নাশকতাকারীরা কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না : ধর্ম উপদেষ্টা গুম অবস্থায় ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সুখরঞ্জন ঢাকা মেইলের সাংবাদিক কাজী রফিক আর নেই পাকিস্তানে পৃথক সংঘর্ষে এক মেজর ও ১৩ সন্ত্রাসী নিহত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে ড. ইউনূসের শোক বারবার জাতীয় পতাকাকে খামচে ধরছে পুরোনো শকুন: উপদেষ্টা আদিলুর রহমান আরাকান থেকে পালিয়ে দেশে ঢুকেছে আরও ৩৪ রোহিঙ্গা তেল আবিব বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট-প্লট বুকিং নির্বাচনেও যেতে হবে কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে: দেবপ্রিয় ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল: আইএসপিআর গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক হলো নির্বাচন: ফখরুল সচিবালয়ে অগ্নিকাণ্ড: মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত তদন্ত কমিটির কাজ শুরু সংস্কারের বিষয়ে ঐকমত্য হতে হবে, কাউকে প্রতিপক্ষ ভাবা ঠিক নয় জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না: সারজিস আলম খালেদা জিয়া-তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই ঢাকামাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫ নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে: ফায়ারের ডিজি

‘জাতীয় কবিতা উৎসব’ শুরু ১ ফেব্রুয়ারি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮
  • ১৩৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: নয় দেশের কবিদের অংশগ্রহণে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দু’দিনব্যাপী ‘জাতীয় কবিতা উৎসব’। এটি উৎসবের ৩২তম আসর। উৎসবের এবারের স্লোগান ‘দেশহারা মানুষের সংগ্রামে কবিতা’। এ বছর কবিতা উৎসবের থিম সং লিখেছেন কবি মহাদেব সাহা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন উৎসবের আয়োজক জাতীয় কবিতা পরিষদ।

সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক কবি তারিক সুজাতসহ আরও অনেকে বক্তব্য দেন।

কবি মুহাম্মদ সামাদ জানান, এবারের কবিতা উৎসবে সুইডেন থেকে কবি আরনে জনসন, ক্রিস্টিয়ান কার্লসন, ভিভেকা জোরেন, ইংল্যান্ড থেকে এগনেস মেডাওস, ক্যামেরুনের কবি জয়সে আওসাতাতাং, মিশরের কবি ইব্রাহীম এলমাসরি, মেক্সিকোর ইউরি জামব্রানো, জাপানের তেইজিন, তাইওয়ানের মিয়াও-ওয়াইতুম, কলম্বিয়ার মারিও মেথররাসহ অনেকে অংশ নেবেন। এ ছাড়া ভারত থেকে আসবেন বিভিন্ন ভাষার কবি।

তিনি বলেন, সবমিলিয়ে এবারের উৎসবে ৩০০ কবি নিজেদের কবিতা পাঠ করবেন। এ ছাড়াও কবিতা নিয়ে বিভিন্ন সেশনে অংশ নেবেন দেশি-বিদেশি কবিরা।

তিনি আরও বলেন, এবারের উৎসবে জাতীয় কবিতা পরিষদ পুরস্কার দেয়া হবে। উৎসবের ধারাবাহিকতা বজায় রেখে এক বছর অন্তর কবিতা পরিষদ একজন কবিকে এ পুরস্কার দেয়।

কবি তারিক সুজাত বলেন, এবারের কবিতা উৎসবে মূল প্রতিপাদ্য ‘মিয়ানমারের জাতিগত সন্ত্রাসের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠী’।

তিনি বলেন, দেশহারা এ সব মানুষের অনিশ্চিতের যাত্রা এখনও অব্যাহত রয়েছে। আসন্ন জাতীয় কবিতা উৎসবে দেশ-বিদেশের শুভবাদী কবিরা দেশহারা এ মানুষগুলোর সংগ্রামে কবিতার অমল শক্তি নিয়ে সাহস যোগাবে।

তিনি আরও বলেন, ‘এবারের উৎসবে বর্বরতার বিরুদ্ধে কবিতার শাণিত উচ্চারণে সম্মিলিতভাবে প্রতিবাদ জানানো হবে’।

উল্লেখ্য স্বৈরশাসনের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে ১৯৮৭ সালে জাতীয় কবিতা উৎসবের যাত্রা শুরু হয়।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com