ভ্যালেন্সিয়ার বিপক্ষে সোমবার রাতে ২-১ গোলে পিছিয়ে পড়া বার্সেলোনাকে দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করে জিতিয়েছেন রবার্ত লেভানডোফস্কি। এই জয়ে জিরোনাকে পেছনে ফেলে আবার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে কাতালানরা। ৩৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৭৩ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ৭১ পয়েন্ট নিয়ে জিরোনা আছে তৃতীয় স্থানে। অন্যদিকে ৪৭ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া আছে অষ্টম স্থানে।
এদিন ম্যাচের ২২ মিনিটে ফেরমিন লোপেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ২৭ মিনিটের মাথায় ভ্যালেন্সিয়ার হুগো ডুরো গোল করে সমতা ফেরান।
৩৮ মিনিটে পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। পেনাল্টি থেকে পেপেলু গোল করে এগিয়ে নেন দলকে। কিন্তু বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে (৪৫+৪) দশজনের দলে পরিণত হয় ভ্যালেন্সিয়া। এ সময় তাদের জর্জি মামারদাশভিলি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
বিরতির পর সবটুকু আলো কেড়ে নেন লেভানডোফস্কি। ৪৯ মিনিটে গোল করে সমতা ফেরান তিনি। ৮২ মিনিটে গোল করে এগিয়ে নেন দলকে। দুটি গোলই তিনি করেন কর্নার থেকে উড়ে আসা বলে হেড নিয়ে। আর ৯০+৩ মিনিটের মাথায় হ্যাটট্রিক করে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
এই হ্যাটট্রিকে চলতি মৌসুমে লা লিগায় তার মোট গোল হলো ১৬। সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি আছেন চতুর্থ স্থানে।
বাংলা৭১নিউজ/এসএইচ